জুমবাংলা ডেস্ক : ট্রাস্ট ব্যাংক পিএলসি ও ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) মধ্যে এমআরটি লাইন-৬ এর মেট্রোরেল স্টেশনগুলোর নির্ধারিত স্থানে ট্রাস্ট ব্যাংক পিএলসির অটোমেটেড টেলার মেশিন (এটিএম)/ক্যাশ রিসাইক্লার মেশিন (সিআরএম) স্থাপনের জন্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ট্রাস্ট ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক আহসান জামান চৌধুরী এবং ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের পরিচালক (প্রশাসন) এ. কে. এম খায়রুল আলমসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
ট্রাস্ট ব্যাংক পিএলসি’র হেড অফ বিজনেস ডিভিশন মোঃ মাহবুব হোসেন ও ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কোম্পানি সচিব খন্দকার এহতেশামুল কবির নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।