শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, অন্তর্বর্তী সরকারের পাশাপাশি ভবিষ্যতের সব সরকারকে গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের কথা স্মরণে রেখে রাষ্ট্র পরিচালনা করতে হবে। তাদের কারণেই দ্বিতীয়বার স্বাধীন হয়েছে বাংলাদেশ।

শুক্রবার (৮ আগস্ট) চট্টগ্রামের পাঁচলাইশে ‘জুলাই স্মৃতি উদ্যান’-এ স্মৃতিস্তম্ভ নির্মাণের স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
আদিলুর রহমান বলেন, অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী অধিকাংশ শহীদ পরিবার সহায়তা পেয়েছে। পাশাপাশি তারা সরকারি ভাতাও পাচ্ছে।
তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধ ও সংস্কৃতি উপদেষ্টার সঙ্গে সমন্বয় করে দ্রুতই চট্টগ্রামে স্মৃতিস্তম্ভ স্থাপন করা হবে।
এ সময় চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম, গণপূর্ত অধিদপ্তর চট্টগ্রামের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



