‘সব হারিয়ে’ অনন্ত জলিল এখন বিভিন্ন এলাকার উবারচালক!

অনন্ত জলিল

বিনোদন ডেস্ক: বাংলা চলচ্চিত্রের আলোচিত প্রযোজক ও চিত্রনায়ক অনন্ত জলিল সব হারিয়ে এখন উবার চালাচ্ছেন! বগুড়ার বিভিন্ন এলাকায় গাড়ি চালাচ্ছেন তিনি। তবে শিল্পপতি এ চিত্রনায়কের বাস্তবে এমন অবস্থা হয়নি, অ্যাকশনধর্মী ছবি ‘কিল হিম’ সিনেমার চরিত্রে তাকে উবারচালকের ভূমিকায় দেখা যাবে।

অনন্ত জলিল জানিয়েছেন, ‘১৬ ডিসেম্বর থেকে আমরা শুট করছি। সব হারিয়ে নিঃস্ব হওয়া উবার ড্রাইভার চরিত্রের শুটিং করছি। আমাকে কখনো কিলার, কখনো ড্রাইভারসহ নানা চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।’

এ চরিত্রে নিজেকে গড়ে তোলার বিষয়ে অনন্ত বলেন, ‘এই সিনেমার জন্য কিছুটা মার্শাল আর্ট শিখেছি। বডি বিল্ডিং থেকে শুরু করে মার্শাল আর্ট প্র্যাকটিস করছি।’
অনন্ত জলিল
বগুড়াতে সিনেমাটির ৯০ ভাগ কাজের টানা দৃশ্যধারণ হবে। সিনেমাটিতে অনন্তের বিপরীতে দেখা যাবে স্ত্রী আফিয়া নুসরাত বর্ষাকে। এ ছাড়া আরও অভিনয় করছেন মিশা সওদাগর, চিত্রনায়ক রুবেল, কলকাতার রাহুল দেব, অ্যামি রায়সহ অনেকেই।

সুনান মুভিজ প্রযোজিত সিনেমাটির জন্য অনন্ত পারিশ্রমিক নিচ্ছেন ৪০ লাখ টাকা। আর বর্ষা পারিশ্রমিক নিচ্ছেন ১০ লাখ টাকা বলে দাবি করেছেন সিনেমাটির প্রযোজক ও পরিচালক মোহাম্মদ ইকবাল।

হিজাব পরে হাজির পূজা চেরি? চারিদিকে হইচই