আন্তর্জাতিক ডেস্ক: প্রবল শ্বাসকষ্ট নিয়ে বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন সমরেশ মজুমদার। সাহিত্যিককে ভেন্টিলেশনে দেওয়ার কথা ভাবা হচ্ছে বলে জানাচ্ছেন চিকিৎসকরা। তবে তিনি করোনায় আক্রান্ত নন বলেই জানা যাচ্ছে।
চিকিৎসকরা জানাচ্ছেন, গত ১০-১২ বছর ধরে COPD-র সমস্যা রয়েছে সমরেশ মজুমদারের। ২০১২ সালেও তিনি একবার গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন। সেসময়ও তাঁকে ভেন্টিলেশনে দেওয়া হয়েছিল। এই মুহূর্তে তাঁকে ICU-তে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ নিচ্ছেন চিকিৎসকরা।
ঔপন্যাসিক হিসাবে বহুবছর ধরে বাংলার পাঠক মনে বিশেষ জায়গা করে নিয়েছেন সমরেশ মজুমদার। ১৯৮২ সালে আনন্দ পুরস্কার ও ১৯৮৪ সালে সাহিত্য একাডেমি পুরস্কার পান তিনি। বেশকিছু জনপ্রিয় টিভি ধারাবাহিকের কাহিনীও তাঁর লেখা। বর্তমানে তাঁর বয়স ৭৬ বছর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।