জুমবাংলা ডেস্ক: হজযাত্রীদের খরচ কমাতে বিশেষ উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এ বিষয়ে ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন জানান, হজের বিমানভাড়া কমানোর লক্ষ্যে বিমান কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে। বর্তমানে ঢাকা-জেদ্দা রুটে স্বাভাবিক বিমানভাড়া যেখানে ৭০-৮০ হাজার টাকা, সেখানে হজে যাতায়াতে এক লাখ ৯৪ হাজার ৮০০ টাকা নেওয়া হচ্ছে, যা কমানোর জন্য কাজ করা হচ্ছে।
তাছাড়া, প্রথমবারের মতো সমুদ্রপথে হাজিদের পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাবটি অনুমোদন পেলে, সমুদ্রপথে তিন হাজার হজযাত্রী পাঠানো হবে, যা হজ খরচ এক থেকে দেড় লাখ টাকা পর্যন্ত কমাতে সহায়ক হবে। এছাড়া সৌদি আরবে থাকা ও অন্যান্য খরচ কমাতে ভিসা ফি এবং অন্যান্য আনুষঙ্গিক খরচ কমানোর জন্য সৌদি সরকারের সাথে আলোচনা করা হবে।
আগামীতে দুই ধরনের হজ প্যাকেজ চালু করা হবে—একটি মক্কার হেরেম শরিফ ও আশপাশের এলাকায়, যা তুলনামূলক বেশি খরচের হবে এবং অন্যটি আজিজিয়া প্যাকেজ, যা মক্কার কেন্দ্র থেকে কিছুটা দূরে হলেও তুলনামূলকভাবে কম খরচে পাওয়া যাবে। সরকার চায় হজ ব্যবস্থাপনায় কোনো ধরনের সিন্ডিকেট না থাকুক এবং হাজিদের জন্য স্বচ্ছ ও সাশ্রয়ী পদ্ধতিতে হজ পালন সহজতর করা হোক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।