সমুদ্রে বাড়ছে পারদের মাত্রা, বাধাগ্রস্ত হচ্ছে শ্বসন প্রক্রিয়া

mercury

নানা কারণে সমুদ্রে পারদের মাত্রা বৃদ্ধি পেয়েছে। এ পারদের মাত্রা বৃদ্ধির নানা ইমপ্যাক্ট আমরা বর্তমান সমুদ্রের ইকোসিস্টেমে দেখতে পাচ্ছি। যুক্তরাষ্ট্রের গবেষকরা সমুদ্রের পারদের উপস্থিতি নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যাচ্ছেন। তাদের গবেষণায় উঠে এসেছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যু।

mercury
সমুদ্রের নানা প্রজাতির উদ্ভিদ ও প্রাণীর মধ্যে পারদ এর মাত্রা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাচ্ছে। বিপন্নের পথে রয়েছে এ ধরনের উদ্ভিদ এবং প্রাণীর উপর পারদ এর মাত্রা বৃদ্ধির ক্ষতিকর প্রভাব বৃদ্ধি পাচ্ছে। সমুদ্রের পারদ এর উপস্থিতি নিয়ে একদল বিজ্ঞানী অনেক দিন ধরে গবেষণা চালিয়ে যাচ্ছেন।

২০১১ থেকে ২০১৮ সালের মধ্যে পারদ এর উপস্থিতি যা ছিল তা ৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে ২০১৯ সালে। এটি ভারি ধাতু হওয়ার কারণে মানুষ ও অন্যান্য সকল প্রাণের জন্য বিষাক্ত হতে পারে। শিল্প খাতে নানা রাসায়নিক প্রয়োজনে পারদের ব্যবহার বৃদ্ধি পাচ্ছে।

নানা প্রাকৃতিক কারণেও পারদের মাত্রা বৃদ্ধি পাচ্ছে। ভূমিকম্প ও আগ্নেয়গিরির কারণে সমুদ্রে পারদ এর উপস্থিতি বৃদ্ধি পাচ্ছে। সমুদ্রে পারদের মাত্রা এতো বৃদ্ধি পেলো কেন তা নিয়ে গবেষণা হচ্ছে। সমুদ্রে পারদ এর যে মাত্রা তা এখনই মানুষের জন্য খুব হুমকির না হলেও ভবিষ্যৎ এ হয়ে যাবে।

আমরা এখন যা মাছ খাই সেখানে পারদের মাত্রা ভবিষ্যতে অনেক বৃদ্ধি পেতে পারে যা দুশ্চিন্তার কারণ। এভাবে পারদের মাত্রা বৃদ্ধি পেলে সমুদ্রের প্রাণের অস্থিত্ব হুমকির মুখে পড়বে। বিপন্ন প্রজাতির প্রাণীর তালিকা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

সমুদ্রের কিছু কিছু জায়গায় পারদ এর উপস্থিতি অন্যান্য জায়গার তুলনায় তিন থেকে চার গুণ বেশি। ভ্রুণের মাধ্যমে পরবর্তী প্রজন্মে স্থানান্তরিত হয় বলে তা কমে যাওয়ার সম্ভাবনা নেই। পারদ এর মাত্রাটা বৃদ্ধি পেলে সমুদ্রের প্রাণীর শ্বসন প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে।