আন্তর্জাতিক ডেস্ক : মালিকের সন্ধান নেই কিন্তু সমুদ্রে ভাসছে প্রায় ৪ হাজার কোটি টাকার মালামাল। এমন ঘটনা ঘটেছে ইতালির সিসিলি দ্বীপের পূর্ব উপকূলে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মতে ভাসমান অবস্থায় প্রায় ২ টন কোকেনের চালান পাওয়া গেছে। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
প্রতিবেদনে বলা হয়, সোমবার (১৭ এপ্রিল) ইতালির আর্থিক পুলিশ গুয়ার্দিয়া ডি ফিনানজা এক বিবৃতিতে এ তথ্য জানান। তারা বললেন, রোববার রুটিন সার্ভেইল্যান্স চালানোর সময় ভূমধ্যসাগর থেকে ভাসমান অবস্থায় কর্তৃপক্ষ প্রায় ২ টন কোকেন উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, এত বিশাল পরিমাণ মাদকের চালান এর আগে খুব কমই পাওয়া গেছে। মাদকগুলো যত্ন নিয়ে ৭০টি ভাসমান প্যাকেটে মোড়ানো ছিল। পাশাপাশি প্যাকেটগুলোতে সিগন্যালিং লাইট ডিভাইস সংযুক্ত ছিল। উদ্ধার করা কোকেনের বাজারদর প্রায় ৪৪০ মিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ৪ হাজার কোটি টোকা)।
ইতালির আর্থিক পুলিশ গুয়ার্দিয়া ডি ফিনানজা জানান, আরও ভাসমান প্যাকেট পাওয়া যায় কি না, তার খোঁজে অনুসন্ধান চালিয়ে যাচ্ছে তারা। তবে তাদের ধারণা, ভাসমান মাদকের প্যাকেটগুলো কোনো মালবাহী জাহাজ ফেলে গেছে। সেগুলোকে তীরের কাছাকাছি নিয়ে এসেছে চোরাচালানকারীরা।
এর আগে গত ফেব্রুয়ারি মাসে প্রশান্ত মহাসাগরে ভাসমান অবস্থায় পাওয়া ৩০০ মিলিয়ন ডলারের (২৭৯.৫ মিলিয়ন ইউরো) বেশি মূল্যের কোকেন জব্দ করেছিলো নিউজিল্যান্ড। সে সময় পুলিশ জানিয়েছে, এ যাবৎকালের মধ্যে এটা মাদকের সবচেয়ে বড় চালান আটক, যা আগামী ৩০ বছর নিউজিল্যান্ডের চাহিদা পূরণের জন্য যথেষ্ট।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।