Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : সমুদ্রে হারিয়ে যায় মাত্র পাঁচ বছর বয়সী মেয়ে। মেয়েকে হারিয়ে তার বাবা-মা কান্নায় ভেঙে পড়েন। বন্দর কর্তৃপক্ষকে তৎক্ষণাৎ বিষয়টি জানান তারা। এরপর একটি ফেরিতে করে শুরু হয় শিশুটির খোঁজ।
একপর্যায়ে দেখা যায়, শিশুটি একটি খেলনায় চড়ে ভেসে বেড়াচ্ছে। শিশুটি উদ্ধারের ভিডিও ইউটিউবে পোস্ট করার পর ব্যাপকহারে শেয়ার হচ্ছে। গত ২৪ আগস্ট ভিডিওটি প্রথমে আপলোড করা হয়।
জানা গেছে, সমুদ্রের পানিতে শিশুটি খেলছিল। গ্রিসের করিথ শহরের পার্শ্ববর্তী সমুদ্রের পানিতে খেলার সময় সে ভেসে যায়। ভাসতে ভাসতে সে প্রায় অর্ধ মাইল দূরে চলে যায়।
ভিডিও শেয়ার করে এক ব্যক্তি লিখেছেন, শিশুটির সঙ্গে অনেক খারাপ কিছু ঘটতে পারতো। তবে সে অনেক বুদ্ধিমান ও সাহসী। সে কারণে সামান্য খেলনাতে ভেসে থাকতে পেরেছে।
দেখুন সেই ভিডিও :
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।