বিনোদন ডেস্ক : কাজ না থাকলেই বেড়িয়ে পরেন ইলিয়ানা ডি ক্রুজ (Ileana D’Cruz)। তাঁর বেড়ানো মানেই সমুদ্র সৈকত। আর সেখানে তিনি নানা স্টাইলের বিকিনি অবতারে। চর্চায় থাকতে যথারীতি তিনি কিছু পুরমো ছবি শেয়ার করেছেন। যা দেখে নেটিজেন ফের মুগ্ধ। এই অ্যালবামে ইলিয়ানাকে দেখা গেছে কালো রঙের বিকিনিতে। রোদের নীচে নিজেকে মেলে ধরেছেন অভিনেত্রী। ক্যাপশন, “ট্যান পড়ে পড়ুক। আপাতত এভাবেই দেখুন আমাকে। কটা দিন এভাবেই নিজের মতো করে ছুটি উপভোগ করব।”
সুযোগ পেলেই অভিনেত্রী তাঁর ছুটির ছবি পোস্ট করেন। এবারেও তেমনই কিছু ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, “সমুদ্র যখন আমাকে ডাকছে।” অন্য পোস্টে লিখেছেন “পড়শির ঈর্ষা আমার গর্ব।”
ইলিয়ানাকে আগামী দিনে অভিষেক বচ্চনের বিপরীতে দেখা যাবে ‘দ্য বিগ বুল’ ছবিতে। ছবির পরিচালক কুকি গুলাটি। প্রযোজনায় অজয় দেবগন।
অভিনেত্রীকে শেষ দেখা গেছে পাগলপন্তি-তে। সহ অভিনেতা ছিলেন অনিল কাপুর, জন আব্রাহাম, উর্বশী রাউতেলা, আর্শাদ ওয়ার্সি, পুলকিত সম্রাট এবং কৃতি খারবান্দা। ঝুলিতে আছে বরফি, ফাটা পোস্টার নিকলা হিরো, রুস্তম এবং হ্যাপি এন্ডিংয়ের মতো জনপ্রিয় ছবি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



