কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আহসান আদেলুর রহমান আদেল বলেছেন, ‘কৃতি সন্তানদের ভাবনাগুলো দিয়েই কিশোরগঞ্জ উপজেলাকে সুখী-সমৃদ্ধ ও উন্নয়নে রোল মডেল করা হবে।’
তিনি বলেন, ‘উন্নয়নের অগ্রযাত্রায় পিছিয়ে নেই কিশোরগঞ্জ উপজেলা। আপনারা দেশের বিভিন্ন স্থানে ভালেঅ পদে থেকে দেশ সেবায় নিয়োজিত রয়েছেন। আপনাদের সাথে এই মিলনমেলা আমার উন্নয়ন কাজগুলোকে আরও ত্বরান্বিত করবে। আপনারা যার যার অবস্থান থেকে এ উপজেলার উন্নয়ন নিয়ে যে ভাবছেন এ ভাবনাগুলোই আমাকে অনুপ্রাণিত করছে।’
সোমবার (১১ জুলাই) উপজেলা পরিষদ হলরুমে কিশোরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ ও প্রেস ক্লাবের সহযোগিতায় কৃতি সন্তানদের ঈদ পুনর্মিলনী ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি আদেল এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার নূর-ই-আলম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোঃ আব্দুর রউফ সুজা, পুলিশের অতিরিক্ত ডিআইজি রশীদুল হাসান সাজু, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ মোঃ আবুল কালাম বারী পাইলট, রংপুর আইনজীবী সমিতির সভাপতি ও পিপি মোঃ আব্দুল মালেক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বীরমুক্তিযোদ্ধা মোঃ জাকির হোসেন বাবুল, হাজী দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোঃ খালেদ হোসেন, গ্রামীণ ফোনের ঊর্ধ্বতন কর্মকর্তা আব্দুর রায়হান সবুজ, সরকারি বেগম রোকেয়া কলেজের সহযোগী অধ্যাপক আজহারুল ইসলাম দুলাল, নৌ পুলিশের এসপি আখতারুজ্জামান বসুনিয়া লিটন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ.স.ম ফিরোজ-উল-হাসান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গনি এবং প্রেস ক্লাব আহ্বায়ক আবু হাসান শেখ (হাসান তনা)।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নূর-ই-আলম সিদ্দিকী।
কিশোরগঞ্জের কৃতি সন্তান যাকে ভাওয়াইয়া গানের প্রাণ পুরুষ বলা হয়, সেই মহেশ চন্দ্র রায়ের ভাওয়াইয়া গানে অতিথি ও কৃতি শিক্ষার্থীদের বরণ করে নেয়ায় অনুষ্ঠানটিতে ভিন্ন মাত্রা যোগ হয়। ভাওয়াইয়া গানে অনুষ্ঠানটি যেন একটি ভাবের মিলন মেলায় পরিণত হয়। প্রাণ খুলে কথা বলেন একে অপরে।
ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান শেষে এ বছরে মেডিকেল কলেজ, বুয়েট ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এ উপজেলা থেকে ভর্তির সুযোগপ্রাপ্ত শিক্ষার্থী এবং স্কুল ক্রিকেটে দেশসেরা, ম্যান অব দ্যা ফাইনাল, ম্যান অব দ্যা টুর্নামেন্ট ও সেরা বলার নির্বাচিত হওয়া কিশোরগঞ্জের কৃতি সন্তান ইমতিয়াজ শিহাবকে সংবর্ধনা দেয়া হয়।
বুয়েট ও মেডিকেলে ভর্তির সুযোগপ্রাপ্ত জাকারিয়াকে একটি ল্যাপটপ এবং অন্যান্যদের হাতে দেয়া হয় নগদ অর্থ। এছাড়াও আমন্ত্রিতদের শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। গোটা অনুষ্ঠানটি উপস্থাপনা করেন শাহনেওয়াজ শাহ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।