বিনোদন ডেস্ক : ক্রমশই কি সম্পর্ক ভুলছে এই প্রজন্ম? ক্রমশই কি জটিল হয়ে পড়ছে পারিবারিক জীবন? ইঁদুরদৌড় কি থাবা বসাচ্ছে ভাই-বোনের সম্পর্কেও? প্রশ্ন তুলছে বলিউডের একের পর এক পারিবারিক সম্পর্কের ভাঙন।
প্রশ্ন তুলে দিচ্ছে বলিউডের একের পর এক পারিবারিক সম্পর্কের ভাঙন। গত মাসেই অমাল-আরমান মালিকের তিক্ত সম্পর্ক স্তব্ধ করেছিল বলিউডকে। দাদা অমালের থেকে ভাই আরমান জনপ্রিয় বেশি। যার থেকে নাকি এই বিভেদ, সমাজমাধ্যমে তেমনটাই দাবি করেছিলেন অমাল। তিনি আঙুল তুলেছিলেন তাঁদের মা-বাবার দিকে। যাঁরা নাকি এই ভাঙনের মূল কারণ!
সেই স্মৃতি উস্কে দিয়ে খ্যাতনামী গায়িকা নেহা কক্করের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন তাঁর বোন সোনু কক্কর! শনিবার সন্ধ্যায় তিনিও অমালের মতোই সমাজমাধ্যমে প্রথম মুখ খুলেছেন। ফারাক একটাই, অমালের মতো তিনি দায়ী করেননি কাউকে। বার্তায় লিখেছেন, “নেহা আর টোনির সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করলাম। আমি আর ওদের বোন নই।” আরও এক বার যথারীতি অনুরাগীরা স্তব্ধ।
অথচ, কিছু দিন আগেও তিন ভাই-বোনের মধুর স্মৃতি উপচে পড়েছে তাঁদের আড্ডায়, সাক্ষাৎকারে। যখনই তিন মাথা এক হয়েছেন, অতীত ফিরে দেখেছেন তাঁরা। সেই অনুভূতি ভাগ করে নিয়েছেন অনুরাগীদের সঙ্গে। কখনও ভিডিয়ো ঝলকের মাধ্যমে, কখনও নানা ছবিতে। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়েও বার বার তাঁরা পারস্পরিক মানসিক নির্ভরতার কথা জানিয়েছেন।
কেন সেই সব মুহূর্ত চিরকালের জন্য অতীত হল? উত্তর নেই কারও কাছে। কেবল একের পর এক পারিবারিক বিচ্ছেদ শঙ্কায় ফেলছে মায়ানগরীকে। দৌড়ে টিকে থাকতে গিয়ে নিজের শিকড়কেই বুঝি ভুলছে জেন জি!
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।