সম্ভ্রম রক্ষায় ধর্ষণের চেষ্টকারীর গোপনাঙ্গ কর্তন

জুমবাংলা ডেস্ক : বাগেরহাটে ধর্ষণের চেষ্টাকালে এক ব্যক্তির গোপনাঙ্গ কর্তনের খবর পাওয়া গেছে। ভুক্তভোগী নারীর দাবি, তাকে ধর্ষণের চেষ্টা করা হলে সম্ভ্রম রক্ষায় তিনি এ ঘটনা ঘটিয়েছেন।

গত রোববার দিবাগত রাত ১২টার দিকে জেলার মোল্লাহাট উপজেলার জয়ডিহি গ্রামে এ ঘটনা ঘটে।

ওই নারীর দাবি (৪০), প্রতিবেশী এসকেন মোল্লা (৪৫) বেশ কিছু দিন ধরে তাকে উত্যক্ত করে আসছিলেন। ঘটনার রাতে বাড়িতে কেউই না থাকায় সুযোগ তাকে ধর্ষণের চেষ্টা করেন। এক পর্যায়ে ব্লেড দিয়ে তার গোপনাঙ্গ কেটে ফেলা হয়। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

এবিষয়ে তথ্য সংগ্রহে এসকেন মোল্লার বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। তবে পরিবারের একজন জানান, তিনি চিকিৎসাধীন আছেন। তবে কোথায় আছেন তা তিনি জানেন না।

মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ সোমেন দাশ জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। আইনি ব্যবস্থা নেওয়া হবে।