Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home সম্রাট শাহজাহানও পাপুলের কাছে হার মেনে গেছে স্ত্রীকে ভালোবাসার ক্ষেত্রে
    মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার

    সম্রাট শাহজাহানও পাপুলের কাছে হার মেনে গেছে স্ত্রীকে ভালোবাসার ক্ষেত্রে

    July 13, 20204 Mins Read

    পাপুলের কাছে হার মেনে গেছে স্ত্রীবাংলাদেশে এখন শুধু দুটি নামই বেশি উচ্চারিত হচ্ছে। আর এই নাম দুটো হলো সদ্য আলোচিত রিজেন্ট হাসপাতালের পরিচালক সাহেদ এবং আরেক জন যিনি বেশ কিছু দিন ধরেই আলোচিত তিনি হলেন সাংসদ পাপুল।

    বাংলাদেশে এখন চলছে তাদের দুর্নিতীর জয়জয়কার। অনেকেই অনেক ভাবে তাদের ধীক্কার দিচ্ছেন। দিন যত পার হচ্ছে তাদের নামের পাশে ততই যোগ হচ্ছে নানা ধরনের নতুন নতুন সব অপকর্ম। এবার তাদের নিয়ে একটি কল্পনার লেখা লিখলেন শামীমুল হক। পাঠকদের উদ্দেশ্যে তার সেই মজার লেখনিটি তুলে ধরা হলো হুবহু:-

    সত্যিই এমন সাহসী বীর কমই আছে। তাদের এ দুই বীরের সাহসীকতার জন্য পুরস্কারের ব্যবস্থা করা যেতে পারে। পুরস্কারের কি নাম হবে তার জন্য গঠন করা যেতে পারে একটি উচ্চ পর্যায়ের কমিটি। তারপর দিনক্ষণ ঠিক করে দেশ বিদেশের অতিথি এনে তাদের জন্য আয়োজন করা যেতে পারে গণসংবর্ধনার। যেখানে রাতব্যাপী হবে গান বাজনা। ওয়াকা ওয়াকা খ্যাত কলম্বিয়ার শিল্পী শাকিরা সেখানে গাইবেন। নাচবেন। দেশের ১৬ কোটি মানুষের ৩২ কোটি চোখ থাকবে অনুষ্ঠানস্থলে।

    এজন্য বঙ্গোপসাগরের উপরে করা হবে সাজসজ্জা। যেখানে কোটি মানুষের স্থান সংকুলানের ব্যবস্থা থাকবে। অন্যরা ঘরে বসে দেখবেন দুই সাহসী বীরের কীর্তিগাথা। স্ক্রীনে দেখানো হবে তাদের কীর্তি। কিভাবে হবে এ অনষ্ঠান কল্পনায় দেখা যাক।

    প্রথমেই স্ক্রীনে ভেসে উঠবে হাস্যজ্জল বাংলাদেশের মাননীয় সংসদ সদস্য শহিদ ইসলাম পাপুলের মুখ। একে একে উনার কীর্তিগাথা ভেসে উঠবে। ব্যাকগ্রাউন্ডে নেপথ্যে কণ্ঠে ভেসে আসছে শব্দমালা। ইনিই শহিদ ইসলাম পাপুল। জীবনে কোনদিন রাজনীতি না করেও এখন এমপি। তিনি আবার কুয়েতেরও নাগরিক। সংবিধানে দ্বৈত নাগরিকের এমপি হতে বাধাও তার ক্ষেত্রে বাধা হতে পারেনি। উনার আরেক কীর্তি নিজে এমপি হয়েও সুখী হতে পারেননি। স্ত্রীকেও এমপি বানালেন। কারণ তিনি তার স্ত্রীকে ভালোবাসেন জীবনের চেয়েও বেশি। সংসদে থাকাকালে ভালোবাসার মানুষটিকে না দেখে থাকবেন কি করে? তাই স্ত্রীকেও সংরক্ষিত আসনে এমপি বানিয়ে আনলেন। তার এ ভালোবাসার কাছে হার মেনেছে সম্রাট শাহজাহানও। কারণ শাহজাহান যার জন্য তাজমহল বানিয়েছেন তার স্ত্রী মমতাজ তা দেখে যেতে পারেননি।

    তাজমহল বানানো হয়েছে তার মৃত্যুর পর। এরপরের কীর্তি হলো- দেশের অগণিত মানুষের রক্ত চুষে কামিয়েছেন হাজার কোটি টাকা। অসহায় এসব বাংলাদশির কান্না দেখে পাপুল হেসেছেন অট্রহাসি। হাজারো মানুষকে পথে বসিয়ে তুলেছেন তৃপ্তির ঢেকুর। পাপুলের আরক সাহসীর চিত্র হলো- ছয় মাস আগে কুয়েতের পত্রিকায় বিষয়টি নিয়ে রিপোর্ট হয়। সে সময় কৌশল করে কুয়েত থেকে বাংলাদেশে পালিয়ে আসেন। এখানে এসেও দেখেন কুয়েতের পত্রিকার বরাতে বাংলাদেশের মিডিয়া প্রতিবেদন প্রকাশ করেছে। এবার পাপুলের দৌঁড়ঝাপ শুরু হয়। এ এমপি তিনি নন বলে দাবি করেন।

    তার স্ত্রী সংসদের প্যাডে বিবৃতি দেন স্বামীর পক্ষে। বলেন, এসব মিথ্যে। তিনিও দাবি করেন কুয়েতের পত্রিকায় পাপুলের কথা বলা হয়নি। তাছাড়া পাপুল এমন কাজে জড়িত নয়। পাপুল বিদেশে লোক পাঠান না। তার সাহসের আরেক কীর্তি হলো- এতকিছুর পরও তিনি ফের কুয়েত যান। এবার গ্রেপ্তার হন কুয়েতের সিআইডির হাতে। অভিযোগ মানবপাচার ও মানিলন্ডারিং। গ্রেপ্তার হলেও এবারও তার স্ত্রী দাবি করেন তিনি গ্রেপ্তার হননি। নেয়া হয় রিমান্ডে। এবার থলের বিড়াল বেরিয়ে আসে। কুয়েতের উর্ধতন অনেকের নাম জড়িয়ে পড়ে। সে দেশের সরকার ইতোমধ্যে কয়েক জনকে গ্রেপ্তার করেছে। বিচার চলছে।

    নেপথ্যে কণ্ঠে এবার ভেসে এলো, আমরা তার এসব সাহসীকতার জন্য গণসংবর্ধণার আয়োজন করেছি। ১৬ কোটি মানুষের হৃদয়ে দোলা দিতে পেরেছেন বলেই আজকের এই আয়োজন। এর পরই স্ক্রীনে ভেসে উঠে রিজেন্ট হাসপাতালের মালিক শাহেদের ছবি। নেপথ্যে বর্ণনা- ইনি সেই সাহসী বীর শাহেদ। যিনি কশোতে মুখে ফেনা তুলতেন সরকারের পক্ষে। তার সাহসের কীর্তি বলতে গেলে অনেক। সাতক্ষীরা থেকে এসে অল্প কয়েক বছরে কোটি কোটি টাকার মালিক হয়েছেন। গড়েছেন অনেক প্রতিষ্ঠান। করোনাকালের কীর্তির কথা শুনলে আপনারা হাত তালি দেবেন। মিস্টার শাহেদের রিজেন্ট হাসপাতালটি করোনা টেস্টের স্যাম্পল সংগ্রহ করতো। কিন্তু কোনও টেস্ট করতো না। মনগড়া রিপোর্ট দিতো।

    হাসপাতালের আইসিইউ অত্যন্ত নিম্নমানের। হাসপাতালের ল্যাবের ফ্রীজে মাছ রাখা হতো। হাসপাতালটির লাইসেন্সের মেয়াদ শেষ হয়েছে ২০১৪ সালে। আরও রয়েছে তার কীর্তির কথা। তার বিরুদ্ধে রয়েছে ৩২ টি মামলা। প্রতারণা মামলায় জেল খাটা একজন দাগী অপরাধী।
    গোটা বিশ্ব তথা দেশ যখন করোনার থাবায় বিপর্যস্থ তখন মানুষের জীবন নিয়ে উনার কীর্তি মনে রাখার মত। শাহেদ সুস্থ মস্তিস্কে, সুষ্ঠু জ্ঞানে এমন কীর্তি করেছেন। তাই আমরা এই সাহসী বীরকে সংবর্ধনা দিচ্ছি।

    বঙ্গোপসাগরের উত্তাল ঢেউ আজকের আয়োজনকে এনে দিয়েছে অন্যরকম আবহ। পরস্কার তুলে দেয়ার আগে আপনাদের জন্য বিশেষ আয়োজন বিশ্বখ্যাত গায়িকা শাকিরার গান। এবার মঞ্চে এলেন শাকিরা। গান ধরলেন- ও পাপুল ও পাপুল/ ও শাহেদ ও শাহেদ/ তোমাদের কীর্তি যেন রয় বহমান। চারদিকে কোটি মানুষের হাত তালি আর ওয়াও ওয়াও চিৎকার!!!

    এ দিকে এখন সব থেকে বেশি আলোচনা সমালোচনা হচ্ছে রিজেন্ট হাসপতালের পরিচালক সাহেদকে নিয়ে। যিনি রাজনিতী না করেও ক্ষমতাসীন দল আওয়ামীলীগের সাথে গড়ে তুলেছিলেন সখ্যতা। তার হাত ছিল দলটির সর্বোচ্চ পর্যন্ত। আর এ সব নিয়েই এখন সব থেকে বেশি সমালোচনা হচ্ছে। এ ছাড়াও এত অভিযোগ থাকা সত্ত্বেও তাকে এখনো পর্যন্ত করা হয়নি গ্রেফতার যার কারনে সমালোচনা আরো বেশি তুঙ্গে।

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    Related Posts
    রাজনীতি

    ‘দেশে রাজনীতি করতে হলে পাকিস্তানপন্থা বাদ দিতে হবে, মুজিববাদী বামদের ক্ষমা নাই’

    May 11, 2025
    তামিম

    BNP সমাবেশে তামিম ইকবালের বক্তব্য: রাজনৈতিক সংকট ও সমাধানের পথে

    May 11, 2025
    আনন্দ মিছিল

    সবাই বাসায় ফিরে যান, আজকে প্রজ্ঞাপন পেলে সোমবার আনন্দ মিছিল

    May 11, 2025
    সর্বশেষ সংবাদ
    LG WashTower Compact
    LG WashTower Compact: বাংলাদেশে ও ভারতে দাম বিস্তারিত স্পেসিফিকেশনসহ
    বার্সার কাছে হার রিয়ালের
    ৪-৩ গোলের থ্রিলার, এমবাপের একমাত্র হ্যাটট্রিকেও বার্সার কাছে হার রিয়ালের
    Samsung Galaxy F56 5G
    Samsung Galaxy F56 5G: গ্লোবাল বাজারে দাম ও বৈশিষ্ট্যসমূহ
    হায়ার ইনভার্টার AC 1.5 টন
    হায়ার ইনভার্টার AC 1.5 টন: বাংলাদেশে ও ভারতে দাম বিস্তারিত স্পেসিফিকেশনসহ
    বন্যা
    টানা বৃষ্টিতে কঙ্গোতে ভয়াবহ বন্যায় মৃত্যু ১০০
    ইহুদি
    পবিত্র কোরআনে যে কারণে ইহুদিদের গাধার সঙ্গে তুলনা করেছেন আল্লাহ তায়ালা
    জংলি
    ‘জংলি সিনেমা দেখার পরে, এত কান্না করেছি মেকআপ নষ্ট হয়ে গেছে’
    ফ্লাইং প্যালেস
    ট্রাম্পকে ‘ফ্লাইং প্যালেস’ উপহার দিচ্ছে কাতার রাজপরিবার, দাম ৪ হাজার ৮৮০ কোটি টাকা
    শ্রেষ্ঠ
    শ্রেষ্ঠ প্রাথমিক প্রধান শিক্ষক হলেন ‘মোস্তফা কামাল স্বপন’
    সালমান
    বিশ্বের সেরা দুই মাকে দেওয়ার জন্য ধন্যবাদ বাবা : সালমান খান
    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.