জুমবাংলা ডেস্ক : সরকারকে বেকায়দায় ফেলতে পরিকল্পিতভাবে ডাকসু ভিপির ওপর হামলার ঘটনা ঘটানো হয়েছে কি না তা খতিয়ে দেখা দরকার-এমন মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
সোমবার দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে এ কথা বলেন তিনি। এছাড়া ডাকসু ভিপি কেন ছাত্রদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় বাদ দিয়ে ভারতের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে সরব, তাও খতিয়ে দেখা দরকার বলেও মন্তব্য করেন তিনি।
ডাকসু ভিপি কেন বহিরাগতদের নিয়ে ডাকসু ভবনে গেলেন সেই প্রশ্নও তোলেন মন্ত্রী।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনে রবিবার হামলার ঘটনায় আহত হন ভিপি নুরুল হক নুরসহ বেশ কয়েকজন। এ দিন দুপুরে মুক্তিযুদ্ধ মঞ্চ ও সাধারণ ছাত্র অধিকার পরিষদের একাংশের নেতাকর্মীদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে ডাকসু ভবনে অবস্থানকালে নুরের ওপর হামলা করে মুক্তিযুদ্ধ মঞ্চের সমর্থকরা। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া, পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
এক পর্যায়ে ডাকসু ভবনে ঢুকে নুরসহ সেখানে থাকা সাধারণ ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের বেধড়ক পেটায় তারা। হামলায় আহতদের মধ্যে তুহিন ফারাবীকে ঢাকা মেডিক্যালে লাইফ সাপোর্টে নেয়া হয়। ফারাবি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক এবং কোটা সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-আহবায়ক।
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.