জুমবাংলা ডেস্ক : দিনাজপুরের হিলিতে সরকারিভাবে আমন ধান সংগ্রহ কার্যক্রমে অনিয়মের অভিযোগ উঠেছে। কৃষকদের অভিযোগ, লটারিতে নাম আসেনি প্রকৃত কৃষকদের। যারা ধান আবাদই করেননি তালিকায় নাম এসেছে তাদের। এদিকে, লটারিতে নাম উঠলেও ধান দিতে পারছেন না মাগুরার কৃষকরা। সরকারের সংগ্রহ কার্যক্রম দেরিতে শুরু হওয়ায় সব ধান বিক্রি করে দিয়েছেন তারা।
আমন মৌসুমে ধান কিনতে সারা দেশে লটারির মাধ্যমে কৃষক নির্বাচনের ঘোষণা দেয় সরকার। এতে আশায় বুক বাঁধেন কৃষকরা। তবে দিনাজপুরের হিলিতে লটারিতে নাম আসেনি প্রকৃত কৃষকদের। যারা ধান আবাদই করেননি তাদের নাম এসেছে তালিকায়।
আর যেসব কৃষকের নাম এসেছে তালিকায় নানা রকম হয়রানিতে ধান দিতে পারছেন না তারাও। ভুক্তভোগী কৃষকদের অভিযোগ, যাদের ধান আবাদ নাই, লটারিতে তাদের নাম আছে। আমরা ধান আবাদ করার পরও সরকারি গুদামে ধান দিতে পারছি না।
দিনাজপুরের হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলম জানান, কৃষি অফিসের দেয়া তালিকা অনুযায়ী লটারি করা হয়েছে।
এদিকে লটারিতে নাম উঠলেও ধান দিতে পারছেন না মাগুরার কৃষকরা। সরকারের সংগ্রহ কার্যক্রম দেরিতে শুরু হওয়ায় সব ধান বিক্রি করে দিয়েছেন তারা।
মাগুরা জেলা প্রশাসক আশরাফুল আলম জানান, দেরি হওয়ার কারণ বলতে না পারলেও কোনো অভিযোগ থাকলে ব্যবস্থা নেয়া হবে। সারা দেশে ২০ নভেম্বর থেকে ধান সংগ্রহ অভিযান শুরু হলেও মাগুরায় শুরু হয়েছে ২৯ ডিসেম্বর।
তথ্যসূত্র : চ্যানেল২৪
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।