জুমবাংলা ডেস্ক : অন্তর্বর্তী সরকারের এক মাসের কর্মকাণ্ড পর্যালোচনা করে তেমন আশানুরূপ কিছু দেখছে না জাতীয় নাগরিক কমিটি। শনিবার বিকেলে রাজধানীর ডিআরইউতে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন সংগঠনটির নেতারা। পাশাপাশি তারা বলেন, নতুন করে সংবিধান লিখতে হবে। ৭২ এর সংবিধানে গণমানুষের আকাঙ্ক্ষা পূরণ হয়নি।
জাতীয় নাগরিক কমিটি গঠনের এক সপ্তাহের মাথায় রাজধানীর ডিআরইউতে সংবাদ সম্মেলনের আয়োজন করে সংগঠনটি। এতে উঠে আসে সমসাময়িক নানা বিষয়।
এতে বিভিন্ন প্রশ্নের জবাবে সংগঠনের নেতারা জানান, ছাত্র শক্তির সব কমিটি স্থগিত করা হয়েছে। এসময় সরকারের কর্মজজ্ঞে আশানুরূপ কিছু দেখা যাচ্ছে না বলেও জানায় তারা।
জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসের আব্দুল্লাহ বলেন, ‘সরকারের এক মাসের কর্মযজ্ঞ পর্যালোচনা করে তেমন আশানুরূপ কিছু দেখছি না।
এসময় নানা সংস্কারের বিষয়ে কথা বলেন নেতারা। তবে এসব সংস্কারকাজ এখনো শুরু না হওয়ায় সরকারকে কোনো সময় বেঁধে দিতে রাজি নয় সংগঠনটি। কথা বলেন ছাত্র রাজনীতির ভবিষ্যত নিয়েও।
জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসের আব্দুল্লাহ বলেন, ‘সংস্কার কাজ শুরু হোক, তারপর সময় বেঁধে দেওয়া হবে। সেটা হতে পারে ৩ বছর পর্যন্ত।
ছাত্ররাজনীতি থাকবে কি থাকবে না, সেটা ছাত্ররাই সিদ্ধান্ত নেবে। তবে আমরা চাই ছাত্রদের মধ্যে রাজনৈতিক জ্ঞান থাকুক।’
এসময় নতুন করে সংবিধান লেখা জরুরি বলে মন্তব্য করেন তারা। এর জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নাগরিক কমিটি নিবে বলেও জানান তারা। নাসের আব্দুল্লাহ বলেন, ‘সংবিধান আমরা নতুন করে লিখব, আমরা ডিটারমাইন্ড। ৭২ এর সংবিধানে গণমানুষের আকাঙ্ক্ষা পূরণ হয়নি। সবার সঙ্গে আলোচনা করে নতুন সংবিধান লিখব, সবার মতের রায় থাকবে।’
গণ অভ্যুত্থানকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য ধর্মীয় উপাসনালয়ে আক্রমণ চলছে বলেও দাবি করে সংগঠনটি। তারা বলেন, মব জাস্টিসের অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।