জুমবাংলা ডেস্ক : সাহেদ, সাবরিনার মতো বাটপারদের প্রশ্রয় দিয়েছে সরকার। ভোট ডাকাতি করে সরকার বিজয়ী হয়েছেন বলে এখন মানুষকে আর মানুষ মনে করেন না বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না।
রবিবার (২৬ জুলাই) ডিআরইউতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. এমাজউদ্দিন আহমদ স্মরণে আলোচনা সভার এসব মন্তব্য করেন তিনি।
Advertisement
শিক্ষায় এমাজউদ্দিনের অবদানের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার নামে একটি হল খোলার দাবি তোলেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। তিনি বলেন, এমিরেটাস এমাজউদ্দিনের আচরণ অত্যন্ত নমনীয় ছিলো।
এছাড়াও স্বাস্থ্যখাত, শিক্ষাখাত বর্তমান সরকার ধ্বংস করেছেন বলেও মন্তব্য করেন তিনি। চরম দুর্নীতির হাত থেকে দেশকে মুক্ত করতে রুখে দাড়ানোর আহবানও জানান তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।