জুমবাংলা ডেস্ক: তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার জনগণের তথ্য অধিকার নিশ্চিত করেছে। তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের সময়ে বাংলাদেশে গণমাধ্যমের ব্যাপক প্রসার ঘটেছে। ২০০৯ সালে সংসদের প্রথম অধিবেশনে তথ্য অধিকার আইন পাস হয়েছে। তিনি আজ শাহবাগে বিসিএস প্রশাসন একাডেমির সামনে এক সমাবেশে এ কথা বলেন। খবর বাসসের।
আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালন উপলক্ষে তথ্য কমিশন এই সমাবেশের আয়োজন করে। এর আগে একটি র্যালী বের করা হয়। র্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।
তথ্যমন্ত্রী বলেন, ২০০৯ সালে শেখ হাসিনা সরকার গঠনের পর মিডিয়া সেক্টরে একটি বিপ্লব ঘটে গেছে। সরকার ৪৫ টি প্রাইভেট টিভি চ্যানেলের লাইসেন্স দিয়েছে। এর মধ্যে ৩৩ টি টিভি ইতোমধ্যেই সম্প্রচারে গিয়েছে। এ ছাড়া বিপুল সংখ্যক অনলাইন নিউজপোর্টাল চালু হয়েছে। তিনি বলেন, আমরা জনগণের তথ্য অধিকার এবং গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছি। তিনি বলেন, তথ্য অধিকার আইনে প্রায় এক লাখ আবেদনের নিষ্পত্তি করা হয়েছে। বাংলাদেশে গণমাধ্যম স্বাধীন ভবে কাজ করছে।
প্রধান তথ্য কমিশনার মুরতজা আহমদ এবং তথ্য কমিশনার সুরাইয়া বেগম ও তথ্য মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মিজানুল আলম সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।