হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব বিদ্যার দেবী শ্রী শ্রী সরস্বতী পূজা আজ শুক্রবার পালিত হচ্ছে। পঞ্চমী তিথিতে জ্ঞান, বিদ্যা ও বাণীর অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করে অজ্ঞতার অন্ধকার দূর করে জ্ঞানালোকের প্রার্থনায় অংশ নিচ্ছেন সনাতন ধর্মাবলম্বীরা।
সনাতন ধর্মমতে দেবী সরস্বতী সত্য, ন্যায় ও জ্ঞানের প্রতীক। বিদ্যা, বাণী ও সুরের অধিষ্ঠাত্রী এই দেবীর কৃপালাভের আশায় ভক্তরা ‘সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে/বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যংদেহী নমোহ তুতে’ মন্ত্র উচ্চারণ করে আরাধনায় অংশ নিচ্ছেন।
সরস্বতী পূজাকে কেন্দ্র করে রাজধানী ঢাকাসহ সারা দেশের মন্দির, শিক্ষাপ্রতিষ্ঠান ও বাড়িতে আয়োজন করা হয়েছে নানা ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান। পুষ্পাঞ্জলি, প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা, সাংস্কৃতিক পরিবেশনা, সন্ধ্যা আরতি ও আলোকসজ্জায় মুখর হয়ে উঠেছে মণ্ডপগুলো। দিনটিতে শিশুদের হাতেখড়ির আয়োজনও করা হয়েছে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর জানান, ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সকাল ১০টায় পূজা অনুষ্ঠিত হবে। এদিকে প্রতিবছরের মতো এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী জগন্নাথ হলে মহাসাড়ম্বরে সরস্বতী পূজার আয়োজন করা হয়েছে। হল প্রশাসনের কেন্দ্রীয় পূজাসহ মোট ৭৬টি মণ্ডপে এ বছর পূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের ৭৪টি বিভাগ ও ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সরাসরি অংশ নিচ্ছেন।
জগন্নাথ হলে সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত পুষ্পাঞ্জলি প্রদান করা হবে। পরে প্রসাদ বিতরণ ও আগত অতিথিদের আপ্যায়নের আয়োজন রয়েছে। সরেজমিনে দেখা গেছে, হল মাঠের চারপাশজুড়ে বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের মণ্ডপ স্থাপন করা হয়েছে। হলের পুকুর এলাকায় চারুকলা ইনস্টিটিউট, উপাসনালয়ে হল প্রশাসন এবং পুকুরপারে কর্মকর্তা-কর্মচারীদের যুব সংগঠনের পক্ষ থেকে আলাদা মণ্ডপ করা হয়েছে। সাংবাদিকতা বিভাগের মণ্ডপে এ বছর ব্যতিক্রমী থিম হিসেবে দেশের গণমাধ্যমে চলমান সংকট, মব ভায়োলেন্স ও দমন-পীড়নের বিষয়টি তুলে ধরা হয়েছে।
নিরাপত্তা নিশ্চিত করতে জগন্নাথ হল এলাকা সিসি ক্যামেরার আওতায় রাখা হয়েছে। প্রবেশপথে মেটাল ডিটেক্টরসহ আধুনিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি দর্শনার্থীদের জন্য বিশেষ আয়োজন হিসেবে শিশু-কিশোরদের বিনোদনের জন্য রাইড, খেলনা ও খাবারের দোকান বসানো হয়েছে।
এছাড়াও ঢাকা রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন, সিদ্ধেশ্বরী মন্দির, শাঁখারী বাজার, তাঁতি বাজার, বনানী ও রমনা কালী মন্দিরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় মণ্ডপে মণ্ডপে সরস্বতী পূজা অনুষ্ঠিত হচ্ছে।
পূজাতিথি
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী পঞ্চমী তিথি শুরু হয়েছে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত ২টা ৩০ মিনিটে এবং শেষ হবে শুক্রবার (২৩ জানুয়ারি) রাত ১টা ৪৭ মিনিটে।
পূজার শ্রেষ্ঠ সময়
শুক্রবার সকাল ৭টা ১৫ মিনিট থেকে বেলা ১২টা ৫০ মিনিট পর্যন্ত দেবীর আরাধনার শ্রেষ্ঠ সময় নির্ধারিত রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


