জুমবাংলা ডেস্ক : ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ঝোঁপঝাড় থেকে কাঁথায় মোড়ানো এক নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের কুট্টপাড়া এলাকা থেকে নবজাতকটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
সরাইল থানার ওসি মো. রফিকুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘কাঁথায় মোড়ানো নবজাতককে দেখতে পেয়ে স্থানীয়রা খবর দেন।
এ সময় নবজাতক নড়াচড়া ও কান্না করছিল। পরে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের শিশু বিভাগে ভর্তি করানো হয়। কোনো দম্পত্তি চাইলে নিয়ম মেনে নবজাতককে নিতে পারবেন।’
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের শিশু কনসালটেন্ট মো. আকতার হোসাইন বলেন, ‘নবজাতককে শিশু বিভাগে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। নবজাতক সুস্হ আছে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।