Close Menu
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Facebook X (Twitter) Instagram
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Bangla news
Home অভিষেক ম্যাচে সর্বকনিষ্ঠ ক্রিকেটার বৈভবের যত রেকর্ড
ক্রিকেট (Cricket) খেলাধুলা

অভিষেক ম্যাচে সর্বকনিষ্ঠ ক্রিকেটার বৈভবের যত রেকর্ড

Md EliasApril 20, 20253 Mins Read
Advertisement

আইপিএলের মেগা নিলামে দল পাওয়ার পরই হৈ-চৈ ফেলে দিয়েছিলেন বৈভব সূর্যবংশী। কারণ ওই সময়ে তার বয়স মাত্র ১৩ বছর। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে অভিষেক হতে হতে যা ১৪ পূর্ণ হয়ে যায়। কিন্তু ব্যাটিংয়ে বুঝতেই দেননি অন্য ক্রিকেটারদের সঙ্গে বয়সের ফারাকটা। প্রথম বলেই কাভার অঞ্চলের ওপর দিয়ে যেভাবে বলটাকে সীমানাছাড়া করলেন, তাতে চোখ জুড়ানো নেটিজেনরা বলে বসলেন ‘অ্যা স্টার ইজ বর্ন’!

সর্বকনিষ্ঠ ক্রিকেটার বৈভবের রেকর্ড

বৈভব সূর্যবংশীর জন্ম হয়েছিল ২০১১ সালের ২৭ মার্চ, ততদিনে আইপিএলের দুটি আসর শেষে তৃতীয়টির অপেক্ষা। আর তার জন্মের বছরেই মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে বিশ্বকাপ জিতেছে ভারত। সেই ক্রিকেটার আইপিএলের অষ্টাদশ আসরেই সুযোগ পেয়ে যাবেন এমনটা হয়তো কেউ ঘুণাক্ষরেও কল্পনা করেনি। বৈভবকে আইপিএলের মেগা নিলামে ১.১ কোটি রুপিতে দলে ভিড়িয়েছিল রাজস্থান রয়্যালস।

বৈভবের জন্য আরও আনন্দের বিষয় কোচ হিসেবে রাহুল দ্রাবিড়ের মতো কিংবদন্তিকে পাওয়া। যদি আইপিএলের চলতি আসরে তাকে খেলানোর সম্ভাবনা কমই ছিল। কিন্তু রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসনের ইনজুরি তার অভিষেকের ক্ষণটা এগিয়ে আনে। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে গতকালই অভিষেক হয়ে গেল বিহারের এই বিস্ময়-বালকের। তবে ম্যাচটিতে তাকে ফিল্ডিং করতে হয়নি। ইম্প্যাক্ট ক্রিকেটার হিসেবে কেবল ব্যাটিংয়েই নামেন বৈভব, অভিষেকেই খেললেন ২০ বলে ৩৪ রানের ঝোড়ো ক্যামিও ইনিংস।

আইপিএলের প্রথম ম্যাচে বৈভবের যত রেকর্ড

বাঁ-হাতি এই ব্যাটার ক্রিজে আসলেই যে ইতিহাস গড়বেন সেটা জানা–ই ছিল। আইপিএলের ইতিহাসে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে গতকাল খেলতে নামা বৈভব সূর্যবংশীর বয়স দাঁড়ায় ১৪ বছর ২৩ দিনে। এর আগে ১৬ বছর ১৫৭ দিন বয়সে আইপিএলের সর্বকনিষ্ঠ ক্রিকেটারের রেকর্ডটা ছিল প্রয়াস রায় বর্মণের। ২০১৯ আইপিএলে তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলেন।
আইপিএল ক্যারিয়ারের প্রথম বলেই ছক্কা হাঁকিয়েছেন বৈভব। শাদুল ঠাকুরের বলে জায়গায় দাঁড়িয়ে কাভারে উড়িয়ে মেরেই তিনি একটি রেকর্ড গড়ে ফেললেন। যা আইপিএলে সবচেয়ে কম বয়সী ক্রিকেটারের ছক্কা। এতদিন রাজস্থানেরই আরেক ক্রিকেটার রিয়ান পরাগের ছিল রেকর্ডটি। ১৭ বছর ১৬১ দিন বয়সে তিনি প্রথম আইপিএলে ছয় মেরেছিলেন।

আইপিএল ক্যারিয়ারের প্রথম বলেই ছক্কা হাঁকানো ক্রিকেটার আগে ছিল ৯ জন। এদিক থেকে দশম ক্রিকেটার বৈভব। তার আগে একই কীতি আছে– অস্ট্রেলিয়ার রব কুইনি, ওয়েস্ট ইন্ডিজের কেভন কুপার, আন্দ্রে রাসেল, জাভোন সিয়ারলেস ও কার্লোস ব্রাফেট, ভারতের অনিকেত চৌধুরী, সিদ্ধেশ লাড ও সামির রিজভী এবং শ্রীলঙ্কার মহেশ থিকশানার।
আইপিএলে সবচেয়ে কম বয়সে চারের রেকর্ডটিও এখন বৈভব সূর্যবংশীর। অভিষেক ম্যাচে তিনি দুটি চার মেরেছেন। ছয় হাঁকিয়েছেন ৩টি। এর আগে সর্বকনিষ্ঠ হিসেবে চার মারার রেকর্ড ছিল প্রয়াস রায়ের নামে। তার রেকর্ডটি ছয় বছর টিকে ছিল।

ডা. সাবরিনার মেহেদি রাঙানো হাতে তৃতীয় স্বামীর নাম জানা গেল

অভিষেক ম্যাচে বৈভবের ইনিংসটি বেশ স্মরণীয়–ই হয়ে থাকল। ২০ বলে ২ চার ও ৩ ছক্কায় ৩৪ রান করেছেন, স্ট্রাইকরেট ১৭০। এইডেন মার্করামের বলে এগিয়ে এসে খেলার চেষ্টায় স্টাম্পিং হয়েছেন তিনি। আউট হয়ে ফেরার সময় কাঁদলেনও। অন্যদিকে সর্বকনিষ্ঠ এই ক্রিকেটারের আউটেও উল্লাসে মাতোয়ারা প্রতিপক্ষ লখনৌ সুপার জায়ান্টস। শেষমেষ ম্যাচটাও তারাই নাটকীয়ভাবে ২ রানে জিতে। লখনৌর ১৮০ রান তাড়ায় বৈভব-জয়সওয়ালদের রাজস্থান থামে ১৭৮–এ।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
cricket অভিষেক ক্রিকেট ক্রিকেটার খেলাধুলা বৈভবের ম্যাচে যত রেকর্ড সর্বকনিষ্ঠ সর্বকনিষ্ঠ ক্রিকেটার বৈভবের রেকর্ড
Related Posts
জাহানারা

জাহানারার যৌন হয়রানির তদন্ত প্রতিবেদন জমা হবে ‘আগামী বছর’

December 23, 2025
ICC

আইসিসি কেন ডিআরএসের খরচ দেয় না— প্রশ্ন স্টার্কের

December 22, 2025
বিপিএলের টিকিট

ঘরেই বসে পাবেন বিপিএলের টিকিট

December 21, 2025
Latest News
জাহানারা

জাহানারার যৌন হয়রানির তদন্ত প্রতিবেদন জমা হবে ‘আগামী বছর’

ICC

আইসিসি কেন ডিআরএসের খরচ দেয় না— প্রশ্ন স্টার্কের

বিপিএলের টিকিট

ঘরেই বসে পাবেন বিপিএলের টিকিট

সামির মিনহাস

১৭ চার ৯ ছক্কায় ভারতকে উড়িয়ে দিলেন পাকিস্তানের মিনহাস

হার্দিক পান্ডিয়া

ছক্কা মেরে আহত করে নিজেই সেবা করলেন হার্দিক পান্ডিয়া

সেমিফাইনালে

সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ আজ পাকিস্তান

টম লাথাম ও ডেভন কনওয়ে ওয়েস্ট ইন্ডিজ

৯৫ বছরের পুরোনো রেকর্ড ভেঙে দিল নিউজিল্যান্ড

বিশ্বকাপের রেকর্ড প্রাইজমানি

বিশ্বকাপের রেকর্ড প্রাইজমানি ঘোষণা, চ্যাম্পিয়ন দল পাবে কত?

বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল

যে কারণে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করলো বিসিবি

২০২৬ বিশ্বকাপের প্রাইজমানি

২০২৬ বিশ্বকাপের মোট প্রাইজমানি ৭৯৯৯ কোটি টাকা, চ্যাম্পিয়ন পাবে কত?

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Editorial Team Info
  • Funding Information
  • Ethics Policy
  • Fact-Checking Policy
  • Correction Policy
© 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.