স্পোর্টস ডেস্ক: শেষ বিকালে নাসিম শাহ’র হ্যাটট্রিকে ধস নামে বাংলাদেশ দলের মিডল অর্ডারে। ২ উইকেটে ১২৪ রান থেকে মুহূর্তেই ৫ উইকেটে ১২৪ রানে পরিণত হয় বাংলাদেশের দ্বিতীয় ইনিংস। সাত নম্বরে ব্যাট করতে নেমে মোহাম্মদ মিঠুনও আগের ব্যাটসম্যানদের পথেই হাঁটলেন।
১২ বল খেলেও রানের খাতা খুলতে পারেন না মিঠুন। ইয়াসির শাহ’র শিকার হয়ে ফিরেন তিনি। ১২৬ রানে ৬ উইকেট হারায় বাংলাদেশ।
মিঠুন আউট হওয়ার পর আর এক বলই খেলা হয়েছে। এরপর তৃতীয় দিনের খেলা শেষ ঘোষণা করেন আম্পায়াররা। মুমিনুল ৩৭ ও লিটন দাস ০ রানে অপরাজিত। তৃতীয় দিন শেষে পাকিস্তানের প্রথম ইনিংসের চেয়ে এখনো ৮৬ রানে পিছিয়ে আছে বাংলাদেশ।
তৃতীয় দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্তর ব্যাটে প্রতিরোধ গড়েছিল বাংলাদেশ। তবে ১৬ বছর বয়সী নাসিম শাহ’র হ্যাটট্রিকে শুধু সেই প্রতিরোধই ভাঙেনি। উড়ে গেছে বাংলাদেশের মিডল অর্ডার।
বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের ৪১তম ওভারের শেষ তিন বলে নাজমুল হোসেন শান্ত, তাইজুল ইসলাম ও মাহমুদউল্লাহ রিয়াদকে তুলে নেন নাসিম। সবচেয়ে সমবয়সে টেস্টে হ্যাটট্রিকের ইতিহাসও গড়লেন এই ডানহাতি ফাস্ট বোলার।
এর আগে রবিবার রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিনে পাকিস্তানের প্রথম ইনিংস থামে ৪৪৫ রানে। বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে করেছিল ২৩৩ রান। ২১২ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে বাংলাদেশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।