স্পোর্টস ডেস্ক : এরইমধ্যে পেয়েছেন বিশ্বকাপে সেরা অলরাউন্ডারের খেতাব। বাংলাদেশ দলের হয়ে বিশ্বকাপে সেরা পারফরম্যান্স সাথে এককভাবে তিনটি ম্যাচে ম্যান অব দা ম্যাচের পুরস্কার জয়ী হিসেবে অনন্য রেকর্ড গড়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন নিজেকে। বাংলাদেশের জান, বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান তো এমনি এমনিই হননি। সেই সাকিব এবার দাঁড়িয়ে আছেন বিশ্বের অন্যতম একটি রেকর্ডের সামনে।
শেষ ম্যাচ খেলতে নামার আগে নিজেকে উজ্জীবিত করা খুবই কঠিন হবে সাকিব আল হাসানের জন্য। দলের আর পাওয়ার কিছু নেই। বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে আগের ম্যাচেই। দলই যদি কাঙ্ক্ষিত লক্ষ্যে না পৌঁছায়, ব্যক্তিগত অর্জন দিয়ে আর কী হবে!
তবে এমন একটা ব্যক্তিগত মাইলফলক অপেক্ষা করছে, সাকিব চাইলে নিজের ব্যাটে আবারও শান দিয়ে রাখতে পারেন। আর ১৯ রান করলেই যে সাকিব বিশ্বকাপে সর্বকালের সর্বোচ্চ ১০ রানের মালিকের খাতায় ঢুকে যাবেন। যে তালিকায় আছেন শচীন টেন্ডুলকার, রিকি পন্টিং, কুমার সাঙ্গাকার, ব্রায়ান লারারা। অবশ্য টেন্ডুলকার-পন্টিংরা অনেক দূরত্বে। ১৮ রান করলে বিশ্বকাপে সাকিবের মোট রান হবে ১১০০। সাকিব আরও একটি বিশ্বকাপ খেলতেই পারেন। সেই বিশ্বকাপে এবারের মতো ফর্ম না থাকলেও বিশ্বকাপের সর্বকালের সেরা পাঁচে উঠে যাওয়ার সম্ভাবনা বেশ উজ্জ্বল থাকবে সাকিবের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।