আন্তর্জাতিক ডেস্ক : শনিবার রাতে ভারতের উত্তরপ্রদেশের আমরোহা এলাকায় রিকশায় স্বামীর সঙ্গে বাড়ি ফেরার সময় চার জনের কাছে গ*ণধ*র্ষণের শিকার হয়েছের ২৫ বছরের এক নারী। এই ঘটনার সময় স্বামীকে গু*লিও করেছে দুষ্কৃ*তিকারীরা।
জানা গেছে, নিগৃহীতা ওই নারীর বয়স ২৫ বছর। তার অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করা হয়েছে। অভিযুক্তদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ। শনিবার বিজনরের চাঁদপুরায় ডাক্তার দেখিয়ে আমরোহার কুয়াখেরা গ্রামে নিজেদের বাড়িতে ফিরছিলেন ওই দম্পতি।
ওই নারী বলেছেন, রিকশা চেপে শনিবার সন্ধ্যায় চাঁদপুরা থেকে ফিরছিলাম আমি ও আমার স্বামী। কুয়াখেরা গ্রামের কাছে আসতেই গ্রামেরই চার বাসিন্দা উসমান, ইমামুদ্দিন, রশিদ ও রিয়াজুল আমাদের রিকশা থামায়। রিকশা চালককে হু*মকি দেয় তারা। ভয় পেয়ে রিকশা ফেলে পালিয়ে যায় সে। তারা আমাদের পাশের একটি মাঠে নিয়ে যায়।
এরপর ব*ন্দুকের ন*ল ঠেকিয়ে ওরা চার জন একের পর এক আমাকে গণধ*র্ষণ করে। এসময় আমার স্বামী বাধা দিতে গেলে তার হাতে গু*লি করে তারা। শুধু তাই নয়, ছু*রি দিয়েও কো*পায়। আমরা সাহায্য চেয়ে চিৎকার করলে কিছু লোক এগিয়ে আসেন। তখনই পালিয়ে যায় অভিযুক্ত ব্যক্তিরা।
এ বিষয়ে আমরোহার পুলিশ সুপার বিপিন টাডা জানান, ওই নারীর অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে। দুই জনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। ওই নারীকে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তার স্বামীর হাতে কোনো গু*লির চিহ্ন মেলেনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।