জুমবাংলা ডেস্ক: সশস্ত্র বাহিনীর বর্তমান-সাবেক সদস্য, তাদের বাবা-মা ও সন্তানসহ ৪ হাজার ২৫৩ জন এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন।
প্রাণঘাতী ভাইরাসটিতে গত সপ্তাহে আক্রান্ত হয়েছেন ৭১৩ জন। তাদের মধ্যে মারা গেছেন ৮ জন। মৃত্যুবরণকারী সকলেই অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্য।
শনিবার (২০ জুন) দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
গত বৃহস্পতিবার (১৮ জুন) চট্টগ্রামের ভাটিয়ারির মিলিটারি প্যারেড গ্রাউন্ডে সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদ সাংবাদিকদের বলেন, দেশের সশস্ত্র বাহিনীর বর্তমান-সাবেকসহ তাদের পরিবারের ৪ হাজার ১৫৭ জন সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের বেশির ভাগই সাবেক সদস্য। এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত সশস্ত্র বাহিনীর ২৬ জন সদস্য মারা গেছেন। এর মধ্যে তিনজন চাকরিরত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।