সস্তায় নতুন রূপে আসছে মধ্যবিত্তের সেরা পছন্দ Honda CD 100
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: একসময় Hero Honda-র বাইকগুলি বাংলাদেশ সহ প্রতিবেশী দেশগুলোতে ঝড় তুলত। আর হিরো হন্ডার নাম শুনলেই সবার প্রথম যে মোটরসাইকেলটার কথা মাথায় আসবে, তা হল Hero Honda CD 100 SS।
কয়েক দিন আগেই জানা গিয়েছিল, Yamaha RX 100 এক সময়ের জনপ্রিয় ইয়ামাহা বাইকটি ভারতে কামব্যাক করবে। আর এখন জানা গেল, Honda CD 100 বাইকটিও ভারতের বাজারে ফিরতে চলেছে। তবে Hero এবং Honda এই সংস্থা দুটি আলাদা হয়ে গিয়েছে। তাই, CD100 বাইকটি লঞ্চ করবে Honda। হিরো, বাজাজ এবং টিভিএস-এর বিভিন্ন বাইকের সঙ্গে টক্কর দিতে Honda CD 100 বাইকটি শীঘ্রই দেশের মার্কেটে নামানো হবে বলে জানা গিয়েছে। পাশাপাশি এ-ও মনে করা হচ্ছে, Honda CD 100 বাইকের নামটি পরিবর্তিত হয়ে ভারতে অন্য নামে লঞ্চ হতে পারে। তার স্টাইল এবং অ্যাপিয়ারেন্সও এক্কেবারে ঝাঁ চকচকে নতুন হতে চলেছে।
Honda CD 100 রিলঞ্চ
সম্প্রতি চীনের মার্কেটে হাজির হয়েছে CG125 নামক একটি বাইক। Wuyang Honda নামক জাপানের অটোমেকার Honda-র একটি সাবসিডিয়ারি কোম্পানি চীনের বাজারের জন্য এই Honda CG125 লঞ্চ করেছে, যা Hero Honda CD100-এর রেপ্লিকা মডেল। Hero Honda CD100 যেমন ছিল, তার সঙ্গেই অনেকাংশে মিলে যাচ্ছে Honda CG125-এর লুক থেকে শুরু করে ফিচার্স, স্পেসিফিকেশন। এই লেটেস্ট বাইকটি চীনে 7,480 Yuan দামে লঞ্চ করা হয়েছে, ভারতীয় মুদ্রায় যা প্রায় 89,800 টাকা।
নতুন Honda CD 100: মাইলেজ ও ফিচার্স
আসন্ন বাইকটির ফিচার্স এবং মাইলেজ সম্পর্কে Honda-র তরফ থেকে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি। তবে দেশের অন্যান্য কম দামি বেশি মাইলেজের যে সব বাইক রয়েছে, তাদের সঙ্গে প্রতিযোগিতার কথা মাথায় রেখেই এই Honda CD 100-এর মাইলেজ দুরন্ত হতে পারে। পাশাপাশি মধ্যবিত্ত পরিবারগুলির কথা মাথায় রেখেই মোটরসাইকেলটির দামও বেশ কম হবে বলে জানা গিয়েছে।
তবে চীনে যে Honda CG 125 বাইকটি লঞ্চ করা হয়েছে, তাতে 125CC এয়ার-কুলড ইঞ্জিন রয়েছে, যা 9.9bhp সর্বাধিক পাওয়ার এবং 9.5Nm পিক টর্ক দিতে পারে। এই ইঞ্জিনটি 55.5 kmpl ফুয়েল ইকোনমি দিতে সক্ষম। এখন এই বাইকটি যদি ভারতে Honda CD 100 নামে লঞ্চ করে, তাহলে তার ফিচার্স ও স্পেসিফিকেশন এমনই হতে পারে বলে জানা গিয়েছে।
নতুন Honda CD 100 বাইকটি ভারতে কবে নাগাদ আসতে পারে
Hero Xoom vs Honda Dio: দামের সামান্য ফারাক, লুক ও ফিচারের দিক থেকে স্কুটারের রাজা কে?
সম্প্রতি Honda জানিয়েছিল যে, ভারতে তারা শীঘ্রই কিছু কম দামি এবং দুর্দান্ত মাইলেজের বাইক লঞ্চ করবে। এখন সেই তালিকায় এই Honda CD 100-ও থাকবে কি না, সে বিষয়ে কিছু জানা যায়নি। CD 100 রিলঞ্চ নিয়ে Honda-র তরফ থেকে অফিসিয়ালি কিছু জানানো হয়নি এখনও পর্যন্ত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।