বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: Redmi A2 Series: রেডমি এ২ (Redmi A2) এবং রেডমি এ২ প্লাস (Redmi A2 Plus) – এই দুই ফোন প্রতিবেশী দেশ ভারতে লঞ্চ হয়েছে। রেডমির এই দুই ফোন বাজেট ফ্রেন্ডলি মডেল। অর্থাৎ আকাশছোঁয়া দাম নয় এই দুই ফোনের। রেডমি এ২ এবং রেডমি এ২ প্লাস, দুটো ফোনেই রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং মিডিয়াটেক হেলিও জি৩৬ প্রসেসর। এর সঙ্গে ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ যুক্ত রয়েছে। রেডমি এ২ সিরিজের ফোনে ৬.৫২ ইঞ্চির এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত এলসিডি ডিসপ্লে রয়েছে। এছাড়াও এই দুই ফোনে রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট। সেখানে ৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। আগামী ২৩ মে থেকে ভারতে এই দুই ফোনের বিক্রি শুরু হতে চলেছে।
রেডমি এ২ এবং রেডমি এ২ প্লাস ফোনের দাম
রেডমি এ২ ফোনের ২ জিবি র্যাম এবং ৩২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ভারতীয় মুদ্র্রায় ৫৯৯৯ টাকা। এছাড়াও ২ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ভারতীয় মুদ্রায় ৬৪৯৯ টাকা।
এর পাশাপাশি ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ মডেলের দাম ভারতীয় মুদ্রায় ৭৪৯৯ টাকা। রেডমি এ২ প্লাস ফোনের ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ভারতীয় মুদ্রায় ৮৪৯৯ টাকা। কালো, হাল্কা সবুজ, হাল্কা নীল- এই তিন রঙে ভারতে লঞ্চ হয়েছে রেডমি এ২ এবং রেডমি এ২ প্লাস- এই দুই ফোন। অ্যামাজনের পাশাপাশি Mi.com, Mi Home Stores এবং শাওমির রিটেল পার্টনার থেকে এই দুই ফোন কেনা যাবে।
রেডমি এ২ এবং রেডমি এ২ প্লাস- এই দুই ফোনের
- ডুয়াল সিম রয়েছে এই দুই ফোনে। পরিচালিত হবে অ্যান্ড্রয়েড ১৩-র সাহায্যে। এছাড়াও রয়েছে ৬.৫২ ইঞ্চির এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে।
- রেডমি এ২ সিরিজের ফোনে রয়েছে ৪ জিবি র্যাম যা ভার্চুয়াল ভাবে ৭ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। এছাড়াও রয়েছে মিডিয়াটেক হেলিও জি৩৬ প্রসেসর।
- এই দুই ফোনে AI ফিচার যুক্ত ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। সেখানে ৮ মেগাপিক্সেলের মেন সেনসরের সঙ্গে রয়েছে একটি QVGA ক্যামেরা। রেডমি এ২ সিরিজের দুই ফোনে ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর রয়েছে।
- এই দুই ফোনের অনবোর্ড স্টোরেজের পরিমাণ ৬৪ জিবি। মাইক্রো এসডি কার্ডের সাহায্যে এই স্টোরেজের পরিমাণ ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব।
- কানেক্টিভিটি অপশন হিসেবে রয়েছে ওয়াই-ফাই, ব্লুটুথ, এফএম রেডিও, ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক। রেডমি এ২ প্লাস ফোনে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।
- রেডমি এ২ সিরিজের নতুন দুই ফোনে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১০ ওয়াটের চার্জিং সাপোর্ট। একবার চার্জ দিলে ৩২ দিনের স্ট্যান্ডবাই টাইম এবং প্রায় ১৫০ ঘণ্টা পর্যন্ত প্লেটাইম পাওয়া যাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।