সস্তায় ফাইভজি ফোন নিয়ে আসছে স্যামসাং!

স্যামসাং গ্যালাক্সি এম১৪ ফাইভজি

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : জনপ্রিয় এম সিরিজের নতুন ফোন বাজারে নিয়ে আসছে স্যামসাং। লো-বাজেটের এই ফোনের মডেল গ্যালাক্সি এম১৪ ফাইভজি। ডিভাইসটি সর্ম্পকে ইতোমধ্যেই গিকবেঞ্চ বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে কিছু তথ্য উঠে এসেছে।
স্যামসাং গ্যালাক্সি এম১৪ ফাইভজি
বাজেট রেঞ্জের এই স্যামসাং ফোনে এক্সিনস এস৫ই৮৫৩৫ অক্টা-কোর চিপসেট ব্যবহার করা হয়েছে, যা এক্সিনস ১৩৩০ প্রসেসর। উন্নত প্রসেসর না হলেও পারফরম্যান্সের দিক দিয়ে খুব একটা খারাপ না। চিপটিতে দুটি ২.৪ গিগাহার্টজ-ক্লকড কোর এবং ছয়টি ২.০০ গিগাহার্টজ-ক্লকড কোর রয়েছে।

স্যামসাংয়ের নতুন এই ফোনে থাকবে ডুয়াল ক্যামেরা সেটআপ। ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং একটি ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। সেলফির জন্য থাকছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা।

৯০ হার্টজ রিফ্রেশ রেটসহ ৬.৫ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে থাকবে এই ফোনে। ডিভাইসটিতে রয়েছে ৪ জিবি র‍্যাম। তবে একাধিক ভ্যারিয়েন্টে আসতে পারে। ফোনে স্টোরেজ কেমন থাকবে তা জানা যায়নি।

পাওয়ার ব্যাকআপের জন্য রয়েছে ১৫ ওয়াট ফাস্ট চার্জিংসহ ৫ হাজার এমএএইচ ব্যাটারি। এছাড়াও টাইপ-সি চার্জিং পোর্ট এবং সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে বলে ধারণা করা হচ্ছে।

কোস্পানির পক্ষ থেকে দাম না জানালেও বলা হচ্ছে, ফোনটির বাজার মূল্য ১৫ হাজার টাকার মতো হতে পারে।

লোকজনকে টার্গেট করে এখনও স্পাইওয়্যার ব্যবহার হচ্ছে: মেটা