সস্তায় 50 MP ক্যামেরা ও দুর্দান্ত ডিসপ্লেসহ নতুন স্মার্টফোন আনল Motorola

মটো

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: বাজেট সেগমেন্টে ফের নতুন ফোন আনল Motorola। মঙ্গলবার প্রতিবেশী দেশ ভারতে লঞ্চ হয়েছে Moto G32। এই ফোনে রয়েছে 6.5 ইঞ্চি 90Hz রিফ্রেশ রেট ডিসপ্লে। এছাড়াও Snapdragon 680 চিপসেট দিয়েছে Motorola। রিয়ার ক্যামেরায় থাকছে 50 MP প্রাইমারি সেন্সর। সংস্থার অন্যান্য ফোনের মতোই Stock Android ব্যবহারের অভিজ্ঞতা মিলবে এই ফোনে। চলবে Android 12 অপারেটিং সিস্টেম। অতিরিক্ত সুরক্ষার জন্য ThinkShield ব্যবহার হয়েছে। এছাড়াও IP52 রেটিং দিয়েছে Motorola। থাকছে স্টিরিও স্পিকার ও Dolby Atmos সাপোর্ট।

Moto G32: দাম
Moto G32 -র দাম শুরু হচ্ছে 12,999 টাকা থেকে। 4 GB RAM + 64 GB স্টোরেজ ভেরিয়েন্টে এই ফোন বিক্রি হবে। শুধুমাত্র Flipkart থেকেই কেনা যাবে এই ফোন। 16 অগাস্ট প্রথম সেল।

ইতিমধ্যেই ইউরোপের বাজারে এই ফোন লঞ্চ হয়েছে। সেখানে Moto G32 -র দাম শুরু 209.99 ইউরো (প্রায় 17,000 টাকা)।
মটো
Moto G32: স্পেসিফিকেশন
Moto G32 -তে 6.52 ইঞ্চি FHD+ ডিসপ্লে থাকছে। এই ডিসপ্লেতে 90 Hz রিফ্রেশ রেট ডিসপ্লে থাকছে। এই ফোনে শক্তি যোগাবে Snapdragon 680 চিপসেট। সঙ্গে রয়েছে Adreno 610 GPU। 4 GB RAM ও 64 GB স্টোরেজ দিয়েছে Motorola। তবে microSD কার্ডের মাধ্যমে এই ফোনে 1TB পর্যন্ত মেমোরি কার্ড ব্যবহার করা যাবে।

Moto G32 -তে ট্রিপল রিয়ার ক্যামেরা সেট আপ থাকছে। প্রাইমারি ক্যামেরায় 50 MP প্রাইমারি সেন্সর থাকছে। এই ক্যামেরায় f/1.8 অ্যাপারচার থাকছে। সঙ্গে রয়েছে 8 MP আলট্রা ওয়াইড ক্যামেরা। এই ক্যামেরায় f/2.2 অ্যাপারচার ব্যবহার হয়েছে। এছাড়াও 2 MP ম্যাক্রো ক্যামেরায় থাকছে f/2.4 অ্যাপারচার। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য 16 MP ক্যামেরা দিয়েছে Motorola।

Moto G32 -তে Android 12 অপারেটিং সিস্টেম দিয়েছে Motorola। পাবেন Stock Android অভিজ্ঞতা। এই ফোনের পাশে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। Moto G32 -এর ওজন 184 গ্রাম। ফোনের ভিতরে থাকবে 5,000 mAh ব্যাটারি। সঙ্গে থাকবে 33 W ফাস্ট চার্জ সাপোর্ট। এছাড়াও থাকছে USB Type-C পোর্ট, 3.5 mm হেডফোন জ্যাক, ডুয়াল স্টিরিও স্পিকার, ডুয়াল মাইক্রোফোন। এই ফোনে ডুয়াল Wi-Fi, Bluetooth v5.2 ও NFC কানেক্টিভিটি থাকবে।

এক চার্জে 20 দিন! নোকিয়ার নতুন Nokia 2660 Flip ফোন যে দামে পাওয়া যাচ্ছে