জুমবাংলা ডেস্ক : যশোরের কেশবপুরে অফিসের এক নারী অফিসারকে ধর্ষণের অভিযোগে ব্যাংক ম্যানেজার গ্রেফতার হয়েছেন। সোমবার (৮ জুন) সকালে তাকে গ্রেফতার করা হয়।
কেশবপুর থানা পুলিশ সূত্রে জানা গেছে, শহরের প্যারাডাইস মোড়ের তৃতীয় তলা ভবনের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ফ্লাটে এসএমই ব্যাংক এশিয়া কর্পোরেশন কেশবপুর শাখার ম্যানেজার মো. আব্দুস সামাদ (৩৬) জোরপূর্বক তার বাসায় একই অফিসের ফিল্ড অফিসারকে ধর্ষণ করে। ঘটনার পর পরই ওই নারী থানায় উপস্থিত হয়ে ম্যানেজারের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে এসএমই ব্যাংক এশিয়া কর্পোরেশন কেশবপুর শাখার ম্যানেজার মো. আব্দুস সামাদকে গ্রেফতার করে। সে রাজশাহী জেলার দূর্গাপুর উপজেলার সিংগা পূর্বপাড়া গ্রামের মো. বাদল উদ্দিন মন্ডলের ছেলে। ওই ভবনের দ্বিতীয় তলায় ব্যাংক ও ম্যানেজারের বাসা। ওই নারী ব্যাংকে এসে খোলা না পেয়ে চাবি আনতে গেলে ম্যানেজার জোরপূর্বক তাকে ধর্ষণ করে। তার আত্মচিৎকারে ব্যাংকের অন্যান্য কর্মচারীরা এসে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। ওই নারী ফিল্ড অফিসারের বাড়ি কেশবপুর উপজেলার জাহানপুর এলাকায়।
এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দিন বলেন, ‘এ ঘটনায় থানায় ধর্ষণ মামলা হয়েছে। ধর্ষণকারীকে গ্রেফতার করা হয়েছে। ধর্ষণের শিকার ওই নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।’
তিনি আরো বলেন, ‘এর আগেও ওই ম্যানেজারের দ্বারা ব্যাংকের নারী কর্মীরা নির্যাতনের শিকার হয়েছে বলে জানা গেছে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।