বিনোদন ডেস্ক : নব্বই দশকের অন্যতম জনপ্রিয় মডেল স্মৃতি ফামি। যদিও শূন্য-দশকের মাঝে তিনি পাড়ি জমান বিলেতে। সেখানে পড়াশুনা, শিক্ষকতা, ব্যবসা আর সংসারের সমৃদ্ধ জাল পেতেছেন দুই দশকের।
বিশেষ করে গেল ক’বছর এই মডেল বিশ্বজুড়ে দারুণ নাম ছড়িয়েছেন তার নামে গড়ে তোলা কসমেটিক্স ব্র্যান্ড ‘ফামি ইউকে’ দিয়ে। কাছাকাছি সময়ে লন্ডন থেকে উড়ে এসে মডেল হয়েছেন সাকিব আল হাসানের সঙ্গে। অভিনয় করেছেন কয়েকটি বিশেষ নাটকেও। লন্ডনের বিভিন্ন স্কুল, কলেজ ও ইউনিভার্সিটিতে শিক্ষকতা করছেন গত ১৫ বছর ধরে। লিখেছেন মিডিয়া রিলেটেড বই। এখন নিচ্ছেন পিএইচডি করার প্রস্তুতি। এর সবকিছুই চলছে সমান তালে। সঙ্গে সম্প্রতি যোগ করলেন আরেকটি পাখা।
যে পাখায় ভর করে তাকে ফিরতে হচ্ছে বিলেত থেকে বাংলাদেশে। এবার তিনি দেশের অন্যতম একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াবেন। শিগগিরই তাকে শিক্ষক হিসেবে পেতে যাচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির ব্যাসিক কোর্সের শিক্ষার্থীরা।
স্মৃতি ফামি জানান, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির ফিল্ম ও মিডিয়া বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে যোগদান করেছেন। তিনি শিগগিরই বিশ্ববিদ্যালয়টির ফিল্ম অ্যান্ড মিডিয়া বিভাগে ক্লাস নেওয়া শুরু করবেন।
স্মৃতি ফামি বলেন, ‘ফিল্ম অ্যান্ড মিডিয়া নিয়ে আমার ক্যারিয়ার দীর্ঘ। সেটা কাজের ক্ষেত্রে যেমন, শিক্ষকতা ও গবেষণার বিষয়েও তেমন। তবে দেশের বাচ্চাদের জন্য কিছু করতে পারা কিংবা দেশের বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করার তৃপ্তিটাই তো আলাদা। আশা করছি ক্লাস শুরু করার পর ভালো অভিজ্ঞতার ভেতর দিয়ে যাবো।’
তাহলে বিলেতের শিক্ষকতা, ব্যবসা; সেসব চলবে কেমন করে! জবাবে ফামি বলেন, ‘সবই চলবে। কিছু আটকে থাকবে না। দুনিয়াটা এখন খুব ছোট। লন্ডন টু ঢাকা আসা-যাওয়ার মধ্যে থাকতে হবে। এরমধ্যে কসমেটিক্স ইস্যুতে নিয়মিত আমাকে ঘুরতে হচ্ছে বিশ্বের নানান দেশে। সেগুলোও চলবে। নিজেকে পাখি মনে হয় এখন!’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।