গুগল ভয়েস হলো বেসিক VoIP সার্ভিস যা Voice over Internet Protocol নামে পরিচিত। আপনি অতিরিক্ত ফোন নাম্বার ব্যবহার করার মাধ্যমে এ সার্ভিসটি উপভোগ করতে পারেন। যুক্তরাষ্ট্রের ব্যক্তিগত ব্যবহারের জন্য এই সার্ভিসটি ফ্রিতে দেওয়া হয়ে থাকে।
কয়েকটি সাধারণ নিয়ম ও স্টেপ মেনে চললে সহজেই এ সার্ভিসটি আপনি ব্যবহার করতে পারেন। সার্ভিসটি উইন্ডোজ সহ অন্যান্য অপারেটিং সিস্টেমের কাজ করবে। গুগল ভয়েস সেটআপ এর প্রক্রিয়া এখন ব্যাখ্যা করা হচ্ছে।
- আপনার ডেক্সটপ থেকে গুগল ভয়েস ওয়েবসাইটে চলে যান। পার্সোনাল ইউজ অপশনটি সিলেক্ট করুন।
- আপনি ইচ্ছা করলে বিজনেস অ্যাকাউন্ট চয়ন করতে পারেন। তবে মাসিক সাবক্রিপশনের বিষয়টি খেয়াল রাখতে হবে।
- প্রয়োজন হলে গুগল আইডি এবং পাসওয়ার্ডের মাধ্যমে একাউন্টে প্রবেশ করুন।
- টার্ম অফ সার্ভিস এর বিষয়গুলি একসেপ্ট করে নিতে হবে।
- পরের ধাপে গুগল ভয়েস নাম্বার নির্বাচন করুন। এটির জন্য আপনার রানিং ফোন নাম্বার থাকার দরকার হবে।
- এখন আপনাকে এরিয়া কোড বা রিজিওনাল কোড বসাতে হবে। আপনার এমন নাম্বার সিলেক্ট করা উচিত যা সহজে মনে রাখা যায়।
- পরের ধাপে আপনার নাম্বারটি ভেরিফাই করতে হবে। গুগলের কনফার্মেশন টেক্সট এর জন্য অপেক্ষা করুন এবং ভেরিফিকেশন কোড বসিয়ে দিন।
- এরপর গুগল ভয়েসের হোম পেজে অটো লগইন হয়ে যাবে। এখান থেকে আপনি কল ট্র্যাক করতে পারবেন এবং ভয়েস মেইল ম্যানেজ করতে পারবেন।
আপনি যদি স্মার্টফোনে গুগল ভয়েস সার্ভিসটি ব্যবহার করতে চান তাহলে গুগল প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিন। এরপর আইডি এবং পাসওয়ার্ড এর মাধ্যমে সাইনিং করে নিতে হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।