জুমবাংলা ডেস্ক : আগামী বাজেটে করের বোঝা সহনশীল রাখার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। পাশাপাশি ব্যবসা, বাণিজ্য ও বিনিয়োগ সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণের সুবিধার্থে দীর্ঘমেয়াদি করনীতি প্রণয়নে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) স্ট্যান্ডিং কমিটি অন ইনকাম ট্যাক্সের প্রথম সভায় ব্যবসায়ীরা এ আহ্বান জানান। এফবিসিসিআইর মতিঝিল কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কমিটির ডিরেক্টর ইনচার্জ এবং এফবিসিসিআইর পরিচালক তপন কুমার মজুমদার।
সভায় ব্যবসায়ীরা বলেন, সরকারের রাজস্ব আয় বৃদ্ধিতে ব্যবসায়ীরা যথাযথভাবে কর প্রদান করে সহযোগিতা করতে প্রস্তুত। কিন্তু সে কর যেন ব্যবসায়ীদের জন্য বোঝা না হয়। এতে ব্যবসা, বাণিজ্য নিরুৎসাহিত হবে।
আগামী বাজেট থেকে উৎস কর এবং ন্যূনতম করের খাত ধাপে ধাপে কমিয়ে আনা, সরকারি ও বেসরকারি খাতে করদায়ের অসমতা হ্রাস, আইন অনুযায়ী ৬০ দিনের মধ্যে কর রিফান্ড করা, ট্যাক্স, ভ্যাট ও কাস্টমস প্রশাসনের মধ্যে সমন্বয় করা এবং অটোমেশন বাস্তবায়ন, এনবিআরের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগ শক্তিশালীকরণ এবং কর প্রদান উৎসাহিত করতে করদাতাদের যথাযথ মূল্যায়নসহ বেশকিছু বিষয়ে সুপারিশ উপস্থাপন করেন স্ট্যান্ডিং কমিটির সদস্যরা।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআইর সিনিয়র সহ-সভাপতি মো. আমিন হেলালী। তিনি বলেন, ভ্যাট, ট্যাক্স এবং কাস্টমস বর্তমানে ব্যবসায়ীদের রক্তক্ষরণের জায়গা। এসব নিয়ে গুরুত্বের সঙ্গে কাজ করছে এফবিসিসিআই।
সরকারের নীতি সহায়তা পেতে হলে সব অংশীজনকে সঙ্গে নিয়ে সমন্বিতভাবে খাত ভিত্তিক সুপারিশমালা প্রস্তুত করে সরকারের কাছে উপস্থাপনের পরামর্শ দেন তিনি। পাশাপাশি সরকারের রাজস্ব আহরণ কীভাবে আরো বাড়ানো যায়, সে বিষয়েও ব্যবসায়ী সম্প্রদায়ের পরামর্শ চান তিনি।
কমিটির চেয়ারম্যান এবং আইসিএবির সাবেক সভাপতি মোহাম্মদ হুমায়ুন কবীর বলেন, আমরাও চাই সরকারের রাজস্ব বৃদ্ধি পাক। কিন্তু সেটি যেন যৌক্তিক হয়। সেটি যেন বোঝা না হয়ে ব্যবসায়ীদের আয় থেকে হয়।
এ সময় ব্যবসায়ী সম্প্রদায় এবং এনবিআরের মধ্যে সুসম্পর্ক জোরদারের ওপর গুরুত্ব দেন কমিটির ডিরেক্টর ইনচার্জ এবং এফবিসিসিআইয়ের পরিচালক তপন কুমার মজুমদার। তিনি বলেন, আমরা এনবিআরের সক্রিয় সহযোগী হিসেবে কাজ করতে চাই।
সভায় এফবিসিসিআইয়ের সহ-সভাপতি মোঃ মুনির হোসেন, পরিচালক হারুন অর রশীদ, আজিজুল হক, কাওসার আহমেদ, মোঃ আমির হোসেন নূরানী, সৈয়দ মোঃ বখতিয়ার, এফবিসিসিআইয়ের প্যানেল উপদেষ্টা ও স্নেহাশিস মাহমুদ অ্যান্ড কোম্পানির পার্টনার স্নেহাশিস বড়ুয়া এফসিএ, স্ট্যান্ডিং কমিটির কো-চেয়ারম্যান ড. বিএম দুলালসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।