নিজস্ব প্রতিবদেক, গাজীপুর: ব্যস্ত জীবনের ক্লান্তি ছাপিয়ে বন্ধুত্বের টানে একত্রিত হয়েছিলেন এক সময়ের সহপাঠীরা। পুরনো দিনের হাসি, গল্প আর স্মৃতির ঝাঁপি খুলে বসেছিল গাজীপুরের পূবাইলের ভাদুন এলাকায় অবস্থিত মনোরম ‘একান্ত রিসোর্ট’।

কালীগঞ্জ শ্রমিক কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘সহপাঠী সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে শুক্রবার (২ জানুয়ারি) সেখানে অনুষ্ঠিত হয় বাৎসরিক মিলনমেলা।
সকাল থেকেই উৎসবের আমেজে মুখর হয়ে ওঠে পুরো রিসোর্ট এলাকা। বহুদিন পর দেখা-কেউ আবেগে জড়িয়ে ধরছেন পুরনো বন্ধুকে, কেউ বা স্মৃতিচারণে ফিরে যাচ্ছেন কলেজ জীবনের সোনালি দিনগুলোতে। ২০০৯ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনটির প্রতিষ্ঠাতা ও সদস্যদের উপস্থিতি মিলনমেলাকে করেছে আরও অর্থবহ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও সাবেক অতিরিক্ত সচিব মো. আতাউর রহমান, মুহাম্মদ ফজলুর রহমান সহ সংগঠনের অন্যান্য জ্যেষ্ঠ সদস্যরা। দীর্ঘ কর্মজীবনের ব্যস্ততা পেছনে ফেলে এদিন তারা মেতে ওঠেন প্রাণখোলা আনন্দে।
দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিল স্মৃতিচারণমূলক আড্ডা, প্রীতিভোজ, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ছোট-বড় সকল বয়সী সদস্যদের জন্য ছিল নানান প্রতিযোগিতা, যেখানে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার। প্রাণবন্ত পরিবেশে গান, আবৃত্তি ও হাসির গল্পে সময় যেন দ্রুতই কেটে যায়।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের সভাপতি হায়দার খান বলেন, “এই মিলনমেলা কেবল আনন্দের আয়োজন নয়; এটি আমাদের সহপাঠীদের সামাজিক দায়বদ্ধতার প্রতিফলন। ভবিষ্যতে সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ডে ‘সহপাঠী সমাজ উন্নয়ন সংস্থা’ আরও সক্রিয় ভূমিকা রাখবে।”

সাধারণ সম্পাদক নিতাই রায় চৌধুরী মিলনমেলা সফল করতে সহযোগিতাকারী সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।
বিকেলের দিকে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও আপ্যায়নের মধ্য দিয়ে মিলনমেলার সমাপ্তি ঘটে। বিদায়ের মুহূর্তে ছিল আবার দেখা হওয়ার অঙ্গীকার। বন্ধুত্বের এই বন্ধন আগামীতেও অটুট থাকবে-এমন প্রত্যয় নিয়েই একসময়ের সহপাঠীরা ফিরেছেন নিজ নিজ গন্তব্যে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


