আন্তর্জাতিক ডেস্ক : নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে পশ্চিমবঙ্গে চলমান বিক্ষোভের পেছনে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের হাত রয়েছে বলে অভিযোগ করেছেন বিজেপির জাতীয় সচিব রাহুল সিনহা।
শনিবার রাহুল জানিয়েছেন, রাজ্যে এমন পরিস্থিতি যদি চলতে থাকে তবে বিজেপি রাজ্যে রাষ্ট্রপতির শাসন চালুর চেষ্টা করবে। খবর এনডিটিভির।
রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সংখ্যালঘু ‘তোষণের নীতি’র জন্য দোষারোপ করে রাহুল বলেন, এই তোষণের ফলেই পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি তৈরি হয়েছে।
তিনি বলেন, ‘আমরা (বিজেপি) কখনই রাষ্ট্রপতি শাসনকে সমর্থন করি না। তবে পশ্চিমবঙ্গে যদি এই ধরনের অরাজকতা চলতে থাকে, তবে রাজ্যে রাষ্ট্রপতির শাসন চাওয়া ছাড়া আমাদের আর কোনও উপায় থাকবে না। পুরো রাজ্য যখন জ্বলছে তখন তৃণমূল সরকার কেবল নীরব দর্শক।’
দুর্বৃত্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করে রাহুল বলেন, তিনি নিজেই নিজের বক্তব্যের মাধ্যমে জনতাকে উদ্বুদ্ধ করছেন।
তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গে সহিংসতার জন্য বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীরা রয়েছেন, এখানকার শান্তিকামী মুসলিম সম্প্রদায় নয়।’
বিজেপি অতীতেও প্রায়শই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভোটবাক্সের জন্য মুসলিম তোষণের অভিযোগ এনেছে। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘বিরোধী দল থাকাকালীন মুখ্যমন্ত্রী জনসাধারণের সম্পত্তি ধ্বংস করার এই তোষণের রাজনীতিকে উত্সাহিত করেছিলেন। যেহেতু বাংলার পরিস্থিতি বিপজ্জনক হয়ে উঠছে, এখন তারই নিজস্ব তোষণের নীতি, তার অতীতের আচরণ বুমেরাং হয়ে দেখা দিচ্ছে। তিনি পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ হারিয়েছেন।’
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.