সাঁতার জানা মানেই হাত-পা নাড়িয়ে ভেসে থাকার কৌশল আয়ত্ত করা। ভালো সাঁতারু কিন্তু হাত-পা অথবা শরীরের অন্যান্য অংশ সামান্য নাড়িয়ে ভেসে থাকার কৌশল আয়ত্ত করতে পারে। তখন মনে হয় আপনাআপনিই ভেসে রয়েছেন।
আসলে কিন্তু পানিতে ভারসাম্য রক্ষা করছেন এমনভাবে যে বাইরের কেউ সেটা বুঝতে পারছেন না। আরেকটি ব্যাপার আছে। আমাদের শরীরের প্রায় তিন-চতুর্থাংশ পানি। তাই পানিতে পানির শরীর সহজেই ভেসে থাকতে পারবে। তবে সে জন্য বুকভরে শ্বাস নিয়ে আটকে রাখলে বেশ কয়েক মিনিট সহজে ভেসে থাকা যায়।
তবে এর কায়দা শিখতে অনেক অনুশীলন দরকার। তাই পানিতে ভেসে থাকাটা খুব কঠিন কিছু নয়, শুধু অনুশীলনের মাধ্যমে শিখতে হবে, হাত-পা কীভাবে নাড়ালে পানিতে শরীরের ভারসাম্য স্থির রাখা যায়। কিন্তু একটা সাবধানবাণী সবাই মনে রাখবে। সাঁতার না জানলে কেউ যেন পানিতে নেমে ভেসে থাকার চেষ্টা না করে। তাহলে মারাত্মক দুর্ঘটনা ঘটে যেতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।