
জুমবাংলা ডেস্ক : নারায়ণগঞ্জের ফতুল্লায় সাঁতার না জেনে বুড়িগঙ্গা নদীতে ঝাঁপ দিয়ে হামিম নামে দশম শ্রেণির এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। নিহত হামিম ফতুল্লার হরিহরপাড়া আমতলা এলাকার অটোরিকশা চালক মোস্তফা কামালের ছেলে। আজ শুক্রবার দুপুর ১২টায় ফতুল্লার ধর্মগঞ্জ ঘাটের কাছে বুড়িগঙ্গায় এ ঘটনা ঘটে।
মোস্তফা কামাল জানান, তার দুই ছেলের মধ্যে হামিম বড়। সে হরিহরপাড়া হাই স্কুলে দশম শ্রেণিতে পড়ত। লেখা পড়ায় অনেক মেধাবী ছিলো। সকালে ক্রিকেট খেলার কথা বলে বাসা থেকে বের হয়। এরপর বন্ধুদের সাথে নদীর ওপারে কেরানীগঞ্জ ব্রাহ্মণগাঁও মাঠে গিয়ে খেলা করে। খেলা শেষে বাসায় ফেরার পথে অন্য বন্ধুরা নদীতে ঝাঁপিয়ে পড়ে আনন্দ করতে থাকে। তখন হামিম সাঁতার না জেনে বন্ধুদের সঙ্গে আনন্দ করতে সেও নদীতে ঝাঁপ দেয়। ওই সময় হামিম পানিতে ডুবে যায় কিন্তু তাৎক্ষণিক কেউ বুঝতে পারেনি।
তিনি আরো জানান, খবর পেয়ে স্থানীয় লোকজন নিয়ে নদী থেকে হামিমের ভাসমান লাশ উদ্ধার করি। বিকেলে স্থানীয় কবরস্থানে হামিমের মরাদেহ দাফন করা হয়েছে।
ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, কেউ থানায় জানায়নি তবে খোঁজ খবর নিচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


