স্পোর্টস ডেস্ক : ইমরুল কায়েস। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে আসা-যাওয়ার মধ্যে থাকা এই বাঁহাতি ব্যাটসম্যানের ভারত সফর কেটেছে দুর্বিষহ। কিন্তু বঙ্গবন্ধু বিপিএলে শুরুর ম্যাচেই ঝোড়ো ব্যাটিংয়ে দলকে এনে দিলেন দুর্দান্ত এক জয়। ম্যাচ শেষে সাম্প্রতিক ফর্ম নিয়ে প্রশ্ন এলে তিনি জানান, সাংবাদিকদের প্রশ্নের কারণে তিনি ফর্মে থাকলেও হারিয়ে ফেলেন!
আজ বুধবার সন্ধ্যায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ম্যাচের পর এই মন্তব্য করেন ইমরুল। সমালোচনা নিয়ে ইমরুলের মন্তব্য, ফেমাস মানুষদেরকে নিয়েই সমালোচনা হয়।
ইমরুল কায়েস বলেন, ‘আপনাদের এই বলাটার জন্যই আমি ফর্ম থেকে হারিয়ে যাই। ফর্মে থাকতে থাকতে হারিয়ে যায়। মানুষ ফেমাস না হলে তো সমালোচনা হয় না। ভালো হোক, খারাপ হোক সমালোচনা হয়।’
ব্যথা ভরা কণ্ঠে ইমরুল আরও বলেন, ‘জিনিসটা কী দেখেন, ভারত সিরিজে আমি খারাপ করছি, যেটাতে আমি নিজেও আপসেট। কারণ, আমাদের টেস্ট ম্যাচের প্রস্তুতিটা আরও ভালো হওয়া দরকার, একজন খেলোয়াড় হিসেবে বলছি।‘
আজ ইমরুল ৩৮ বলে ৬১ রানের ইনিংস খেলেন। পাঁচটি বিশাল ছয় ও দুটি চার মেরে তার ইনিংসটি সাজান। তার ব্যাটের ওপর ভর করেই চট্টগ্রাম প্রথম ম্যাচে জেতে পাঁচ উইকেটের বড় ব্যবধানে।
ব্যাটিংয়ের পরিকল্পনা নিয়ে ইমরুল বলেন, ‘আগাআগি কোনো চিন্তা এখন আর করি না, দলের পরিস্থিতি অনুযায়ী দলের জন্য যখন খেলা দরকার সেটাই চেষ্টা করি।‘
এই ক্রিকেটার বলেন, ‘চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলছি, এখন মনে করছি এখানেই ফোকাস করাটা বেটার। টি-টোয়েন্টি বিশ্বকাপ আসলে অনেক দূর, ততদিন পর্যন্ত বাঁচা-মরার অনেক বিষয়ও আছে। সুতরাং এসব নিয়ে চিন্তা করে কোনো লাভ নেই।’
এর আগের বিপিএলে ইমরুলের নেতৃত্বেই কুমিল্লা ভিক্টোরিয়ান্স চ্যাম্পিয়ন হয়েছিল। কিন্তু ওই আসরে শুরুটা ভালো করেননি তিনি।
‘আগের বিপিএলে আমি শুরুর দিকে ভালো খেলি নাই, শেষ দুই আসরে আমি শেষের দিকে ভালো করেছি। এবার আলহামদুলিল্লাহ শুরুটাই ভালো হয়েছে, শুরু ভালো হলে আত্মবিশ্বাস বেশি থাকে। এটা সামনের দিকেও ধরে রাখতে চাই’, এভাবেই বলছিলেন ইমরুল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।