নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: সাংবাদিক আতাউর রহমানের বাবা জাহাঙ্গীর হোসেন মাতব্বরের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। শনিবার (২৫ মে) সন্ধ্যায় গাজীপুরের পূবাইল থানায় মামলাটি করেন আতাউর রহমান নিজেই। আতাউর রহমান একটি জাতীয় দৈনিকের অনলাইন বিভাগের ইনচার্জ।
এ বিষয়ে পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আমরা ঘটনাটি নিয়ে কাজ করছি। আসামিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
জিএমপির গোয়েন্দা পুলিশের (ডিবি) ডিসি নাজির আহমেদ খান জানান, বিষয়টি নিয়ে আমরা শুরু থেকেই কাজ করছি। আশা করছি দ্রুত অপরাধীদের গ্রেফতার করতে সক্ষম হবো।
গাজীপুর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) পুলিশ সুপার মাকছুদুর রহমান জানান, আমরা ঘটনাটির ছায়া তদন্ত করছি। আশা করি, একটা পজিটিভ রেজাল্ট শিগগিরই বেরিয়ে আসবে।
এর আগে ৮ মে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পূবাইলের হায়দরাবাদের মুজিবুর মার্কেট থেকে মোটরসাইকেলযোগ বাড়ি ফিরছিলেন জাহাঙ্গীর হোসেন। পথে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় জাহাঙ্গীর হোসেনকে প্রথমে পাশের ডাক্তারবাড়ি হেলথকেয়ার এবং পরে রাজধানীর ক্রিসেন্ট হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।