জুমবাংলা ডেস্ক : সিনিয়র সংবাদিক ও দৈনিক জাগরণ পত্রিকার সম্পাদক আবেদ খান করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। শরীরে করোনার উপসর্গ থাকায় নমুনা পরীক্ষা দিলে শনিবার (২০ জুন) রিপোর্ট পজিটিভ এসেছে। আবেদ খান নিজেই বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
Advertisement
তিনি বলেন, ‘কয়েকদিন আগে থেকেই কিছু উপসর্গ দেখা দেওয়ায় নমুনা পরীক্ষা করতে দেই। এর ফলাফল আজ পেয়েছি। রিপোর্ট পজিটিভ এসেছে।’
তিনি জানান, ‘শরীরের অবস্থা এখন আগের তুলনায় বেশ ভালো। হালকা জ্বর আসে। খাবারের স্বাদ পাচ্ছি না। এছাড়া অন্য কোনও উপসর্গ নেই। শ্বাসকষ্ট নেই। অক্সিজেন সাপ্লাই ভালো আছে।’
আবেদ খান জানান, তিনি ছাড়াও তার স্ত্রী, ছেলে ও ছেলের বউ এবং বাড়ির গৃহকর্মীও করোনা আক্রান্ত হয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।