জুমবাংলা ডেস্ক : বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ঢাকা রিপোর্টার্স ইউনিটি ও সেক্রেটারিয়েট সাংবাদিক সমিতির নেতাদের সঙ্গে মতবিনিময় সভা করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
সোমবার (৩০ ডিসেম্বর) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ কথা জানান।
সোমবার অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পক্ষ থেকে জানানো হয়, সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ সীমিত করার সিদ্ধান্তের কারণে সৃষ্ট অসুবিধার জন্য আমরা দুঃখিত। সরকার সাংবাদিকদের জন্য আরও সাংবাদিক বান্ধব এবং দক্ষ অ্যাক্রেডিটেশন কার্ড নিয়ে আসবে। নতুন এ পদক্ষেপে কোনো সাংবাদিক ক্ষতিগ্রস্ত হবে না। বৈঠকে যোগ দেওয়া চার সাংবাদিক সংগঠনের নেতারা সচিবালয়ের জন্য অ্যাক্রেডিটেশন কার্ড এবং প্রবেশ ব্যবস্থা উন্নত করতে বিভিন্ন প্রস্তাব জমা দিতে সম্মত হয়েছেন। আমরা সংবাদপত্রের স্বাধীনতা এবং তথ্যের অবাধ প্রবাহে বিশ্বাস করি। জাতীয় নিরাপত্তার প্রশ্নে আমরা এক ইঞ্চিও ছাড় দিব না।
এ সময় সাংবাদিক নেতারা ২০০ এর বেশি সাংবাদিককে দ্রুত অস্থায়ী প্রবেশ পাস দেওয়ায় সরকারের সিদ্ধান্তের প্রশংসা করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।