Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home সাংবাদিক, সাহিত্যিক কবি আবু জাফর শামসুদ্দীনের প্রয়ান দিবস আজ
    গাজীপুর ঢাকা বিভাগীয় সংবাদ শিল্প ও সাহিত্য

    সাংবাদিক, সাহিত্যিক কবি আবু জাফর শামসুদ্দীনের প্রয়ান দিবস আজ

    rskaligonjnewsAugust 24, 2020Updated:August 24, 20205 Mins Read
    Advertisement

    রফিক সরকার, গাজীপুর : আজ (২৪ আগস্ট) সাংবাদিক, সাহিত্যিক আবু জাফর শামসুদ্দীনের ৩১তম প্রয়ান দিবস। ১৯১১ সালের ১২ মার্চ তৎকালীন ঢাকা জেলার বর্তমান গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের দক্ষিণবাগ গ্রামে তিনি জন্ম গ্রহণ করেন। ১৯৮৮ সালের আজকের দিনে তিনি মৃত্যু বরণ করেন। কিন্তু তাঁর মৃত্যুর ৩১ বছরেও জন্মস্থানে সাংবাদিক, সাহিত্যিক আবু জাফর শামসুদ্দীনের নামে গড়ে উঠেনি কোন স্থাপনা। এমনকি তাঁর জন্ম ও মৃত্যু দিবসে তাকে মনে করা হয়না। আর এ নিয়ে তাঁর পরিবার, স্থানীয় মানুষের মধ্যে বিরাজ করছে চাপা ক্ষোভ। তবে প্রশাসনের আশ্বাস শীঘ্রই গুণী এই মানুষটির স্মৃতির প্রতি শ্রদ্ধা রেখে গড়ে উঠবে স্থাপনা।

    বাবার জন্ম ও প্রয়ান দিবসে স্থানীয়ভাবে কোন আচার-অনুষ্ঠান বা তাঁর নামে স্থানীয়ভাবে কেন কোন স্থাপনা গড়ে উঠেনি এমন প্রশ্নের জবাবে ছেলে আহমেদ পারভেজ শামসুদ্দীন জানান, বাবা আবু জাফর শামসুদ্দীন শুধু কালীগঞ্জের মানুষ ছিলেন না। তিনি বাংলাদেশ ও দেশের বাহিরেও তার ডাক নাম ছিল। তাই পরিবারের পক্ষ থেকে তাঁর জন্ম ও প্রয়ান দিবসকে ঘিরে কোন আচার অনুষ্ঠান বা ওনার নামে স্থাপনা তৈরির কোন দাবি তোলা হয়নি। তবে পরিবারের মানুষ হিসেবে এ দাবি তোলাটা স্পর্শকাতর বিষয়। তাকে যদি কেউ মনে রেখে কোন কিছু করতে চায় তবে পরিবারের পক্ষ থেকে কোন বাধা নেই।

    আবু জাফর শামসুদ্দীনের দক্ষিণবাগ গ্রামে সরেজমিনে গিয়ে দেখা যায়, বাড়ির সামনে আবু জাফর শামসুদ্দীন ও তার স্ত্রীর কবরসহ কয়েকটি কবর আগাছায় ভরে গেছে। পুরো বাড়ি এলোমেলো হয়ে আছে। তবে কয়েকজন নির্মান শ্রমিক বাড়ির রক্ষনা-বেক্ষনের কাজ করছে। তাঁর নামে গ্রামের পুরো সম্পত্তি আবু জাফর শামসুদ্দীন ও তাঁর স্ত্রী আয়েশা আক্তার খাতুন মেমোরিয়াল ট্রাষ্ট্রের কাছে দিয়ে দেওয়া হয়েছে। এই জমি থেকে লিজের মাধ্যমে প্রাপ্ত অর্থে ট্রাষ্ট্রের মাধ্যমে সামাজিক কাজ করা হয় বলে জানালেন ছেলে আহমেদ পারভেজ শামসুদ্দীন। গ্রামের একমাত্র কথা ও কবিতা নামের একমাত্র পাঠাগারটিও আবু জাফর শামসুদ্দীন ও তাঁর স্ত্রী আয়েশা আক্তার খাতুন মেমোরিয়াল ট্রাষ্ট পরিচালনা করছে।

    দক্ষিণবাগ গ্রামের ষাটোর্ধ মোজাম্মেল হক সরকার জানান, আবু জাফর শামসুদ্দীনের মাছ ধরা খুব পছন্দ করতেন তাই গ্রামে আসলেই বরশি নিয়ে বিলে মাছ ধরতেন তিনি। এছাড়া গ্রামের সকল শ্রেণি পেশার মানুষকে সাথে নিয়ে বাউল গানের আয়োজন করতেন। একই গ্রামের পঞ্চাশোর্ধ বোরহান উদ্দিন আকন্দ নান্নু জানান, আবু জাফর শামসুদ্দীন একজন সাংবাদিক ও সাহিত্যিকই ছিলেন না। তিনি ছিলেন একজন ধর্মানুরাগী মানুষ। ঢাকা থেকে গ্রামে আসলে গ্রামের মসজিদে ইমামতি করতেন এবং খুদবা দিতেন। এ প্রজন্মের তরুণ এ্যাডভোকেট লোকমান হোসেন জানান, ইন্টারমিডিয়েটে পড়া অবস্থায় পাঠ্য বইতে তাঁর লেখা মুক্তিযুদ্ধের গল্প পড়েছেন। তাছাড়া গ্রামের মুরুব্বিদের কাছে তার অনেক গল্প শুনেছি তিনি একজন অনেক বড় মাপের মানুষ। তাই একই গ্রামের বাসিন্দা হিসেবে নিজেকে ধন্য মনে কেেছন তরুণ এ ল’য়ার।

    কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকতা (ইউএনও) মো. শিবলী সাদিক জানান, বিষয়টি তার জানা ছিল না। তবে তিনি দেশের এত বড় একজন মানুষ হিসেবে তাঁর জন্য স্থানীয়ভাবে কিছু হওয়া উচিত ছিল। সাংবাদিক ও সাহিত্যিক আবু জাফর শামসুদ্দীনের পরিবারের সাথে কথা বলে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি গুণী এই মানুষটির জন্ম ও মৃত্যু দিবসে নানা আচার-অনুষ্ঠানের ব্যবস্থা করা হবে বলেও জানান এই কর্মকর্তা।

    সাংবাদিক ও সাহিত্যিক আবু জাফর শামসুদ্দীনের ৪ ছেলে ও ৫ মেয়ের সবাই প্রতিষ্ঠিত। তবে জৈষ্ঠ কন্যা ও কনিষ্ঠ ছেলে মৃত্যুবরণ করেছেন। তার পিতার নাম মোহাম্মদ আক্কাছ আলী ভুঁইয়া। পিতামহ নাদিরুজ্জামান ভুঁইয়া মাওলানা কেরামত আলী জৌনপুরীর শিষ্য ছিলেন। নিজ গ্রামের প্রভাত পন্ডিতের পাঠশালায় আবু জাফরের প্রাতিষ্ঠানিক শিক্ষা শুরু হয়। ১৯২৪ সালে তিনি জুনিয়র মাদ্রাসা ও ১৯২৯ সালে হাই মাদ্রাসা পরীক্ষায় উত্তীর্ণ হন। পরে তিনি ঢাকা ইন্টারমিডিয়েট কলেজে ভর্তি হন, কিন্তু পরীক্ষা না দিয়েইই পড়াশোনা ছেড়ে দেন। তিনি দৈনিক সোলতান পত্রিকায় সাব এডিটর হিসেবে কর্মজীবন শুরু হয়। পরে তিনি খুলনা, কলকাতা ও কটকে কিছুকাল সরকারি চাকরি করেন। এর পাশাপাশি তিনি আজাদ, ইত্তেফাক, পূর্বদেশ ও সংবাদ পত্রিকায় বিভিন্ন পদে চাকরি করেন। মৃত্যুর পূর্ব পর্যন্ত ‘অল্পদর্শী’ ছদ্মনামে দৈনিক সংবাদে ‘বৈহাসিকের পার্শ্বচিন্তা’ শীর্ষক সাপ্তাহিক কলাম লিখে তিনি বিপুল জনপ্রিয়তা অর্জন করেন। এর আগে তিনি ১৯৬১ থেকে ১৯৭২ সাল পর্যন্ত বাংলা একাডেমীতে সহকারী অনুবাদ পদে নিযুক্ত ছিলেন।

    আবু জাফর প্রথম জীবনে মানবেন্দ্রনাথ রায়ের (এম.এন রায়) ‘র‌্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টির’ সঙ্গে যুক্ত ছিলেন। পরে মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে ন্যাপ (১৯৫৭) গঠিত হলে তার প্রাদেশিক সাংগঠনিক কমিটির সদস্য নির্বাচিত হন। তিনি ঐতিহাসিক কাগমারি সম্মেলন প্রস্তুতি কমিটির কেন্দ্রীয় আহবায়কের দায়িত্ব পালন করেন। ১৯৫২ সালের ভাষা আন্দোলনেও ছিল তাঁর সক্রিয় অংশগ্রহণ।

    আবু জাফর ছিলেন ধর্মনিরপেক্ষ, বাঙালি জাতীয়তাবাদ ও সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় বিশ্বাসী একজন প্রগতিশীল লেখক। উদার দৃষ্টিভঙ্গি, গভীর মানবিকতাবোধ ও সমাজপ্রগতির ভাবনা তাঁর চরিত্রের বিশেষ দিক। তিনি বিভিন্ন সময়ে বাংলাদেশ শান্তি পরিষদ, বাংলাদেশ হিউম্যানিস্ট সোসাইটি, বাংলা একাডেমীর কার্যনির্বাহি পরিষদ, বাংলাদেশ আফ্রো-এশীয় লেখক ইউনিয়ন এবং বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতির মতো গুরুত্বপূর্ণ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনে উচ্চপদে দায়িত্ব পালন করেন।

    উপন্যাস রচনার মধ্য দিয়ে আবু জাফরের সাহিত্যিক জীবন শুরু হয়। তাঁর প্রথম উপন্যাস পরিত্যক্ত স্বামী প্রকাশিত হয় ১৯৪৭ সালে। উপন্যাসের পাশাপাশি তিনি গল্প এবং প্রবন্ধও রচনা করেন। তাঁর রচনায় গণমানুষের সংগ্রাম ও উদার মানবতাবাদের পরিচয় পাওয়া যায়। তাঁর উল্লেখযোগ্য রচনা হলো- উপন্যাস: ভাওয়াল গড়ের উপাখ্যান, পদ্মা মেঘনা যমুনা, সংকর সংকীর্তন, দেয়াল; গল্পগ্রন্থ: জীবন, রাজেন ঠাকুরের তীর্থযাত্রা, ল্যাংড়ী; প্রবন্ধ: চিন্তার বিবর্তন ও পূর্ব পাকিস্তানী সাহিত্য, ঝড়পরড়ষড়মু ড়ভ ইবহমধষ চড়ষরঃরপং, সোচ্চার উচ্চারণ, লোকায়ত সমাজ ও বাঙ্গালী সংস্কৃতি ইত্যাদি। এ ছাড়া তিনি বেশ কয়েকটি জীবনী, আত্মজীবনী, নাটক, ভ্রমণকাহিনী এবং স্মৃতিচারণমূলক গ্রন্থ রচনা করেন। শিল্পীর সাধনা ও পার্ল বাকের সেরা গল্প তাঁর দুটি অনুবাদগ্রন্থ’।

    সমাজ ও সাহিত্যক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৬৮ সালে আবু জাফর বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার, ১৯৭৯ সালে সমকাল সাহিত্য পুরস্কার, ১৯৮৩ সালে একুশে পদক, ১৯৮৬ সালে শহীদ নূতনচন্দ্র সিংহ স্মৃতিপদক ও মুক্তধারা সাহিত্য পুরস্কার এবং ১৯৮৮ সালে মৃত্যুর পর ফিলিপস পুরস্কার লাভ করেন।

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    Related Posts
    ৫০০ ভরি স্বর্ণ চুরি

    বোরকা পরে জুয়েলারি দোকানের ৫০০ ভরি স্বর্ণ চুরি

    October 9, 2025
    trishal

    মা-বাবাকে হত্যা করে ঘরের মেঝেতে পুঁতে রাখল ছেলে

    October 9, 2025
    WhatsApp Image 2025-10-09 at 5.30.28 PM

    গাজীপুরে অর্ধশতাধিক মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা!

    October 9, 2025
    সর্বশেষ খবর
    Sama

    কেউ চেয়ারম্যান-মেম্বার হতে চায় না, সবাই এমপি হতে চায় : শামা ওবায়েদ

    Mike Greenwell cause of death

    Mike Greenwell Cause of Death: Rare Disease Behind Red Sox Icon’s Passing

    Jaylon Johnson injury update

    Jaylon Johnson’s Injury Update: Bears CB Shares Recovery Progress After Core Muscle Surgery

    Lamar Jackson injury update

    Lamar Jackson’s Latest Injury Update Raises Alarms for Ravens’ 2025 Season

    optical-illusion

    দৃষ্টিভ্রম ছবি দেখে জেনে নিন আপনি কেমন স্বামী বা বয়ফ্রেন্ড!

    NYT Connections Hints

    NYT Connections October 10, 2025: Hints, Categories, and Full Answers for Puzzle #852

    Dalton Kincaid injury update

    Dalton Kincaid Injury Update: Bills TE Limited in Practice Ahead of Week 6 vs. Falcons

    ওয়েব সিরিজ

    রোমান্সে ভরপুর নতুন ‘তাওয়া গরম’ ওয়েব সিরিজ, শরীর গরম করবেই!

    Dak

    পুনরুদ্ধার করা হবে ‌ডাক বিভাগের বেদখল সম্পদ : ফয়েজ আহমদ তৈয়্যব

    ট্রাম্পের শান্তি পরিকল্পনা

    ট্রাম্পের শান্তি পরিকল্পনা ন্যায়বিচার প্রতিষ্ঠায় ব্যর্থ

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Banglanews
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.