সাইফকে নিয়ে নতুন শঙ্কায় কর্তব্যরত চিকিৎসকরা

বিনোদন ডেস্ক : নিজ বাড়িতেই গভীর রাতে অভিনেতা সাইফ আলি খানের ওপর আক্রমণ করা হয়েছে। একাধিকবার সাইফকে ছুরি দিয়ে আঘাত করা হয়। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। এ মুহূর্তে রয়েছেন মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে। সফল অস্ত্রোপচারের পর আইসিইউ থেকে জেনারেল বেডে রয়েছেন তিনি। তবুও অভিনেতার শারীরিক অবস্থা নিয়ে নতুন শঙ্কায় রয়েছেন কর্তব্যরত চিকিৎসকরা।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের তথ্যমতে, হামলাকারীর ছয়বার ছুরিকাঘাতের মধ্যে মেরুদণ্ড ও ঘাড়ের দুটি জখম গুরুতর।

এদিকে এ বিষয়ে, লীলাবতী হাসপাতালের অ্যানেস্থেসিয়োলজিস্ট নিশা গান্ধী বলেন, ‘সেন্ট্রাল নার্ভাস সিস্টেম’ (কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র) থেকে মাত্র ২ মিলিমিটার দূরে ছুরিকাঘাত করেছিল দুষ্কৃতকারী। মেরুদণ্ডে আঘাতের কারণে সেরিব্রোস্পাইনাল তরল ক্ষরণ হয়েছে। যা এখন চিন্তার কারণ।’

তিনি আরও বলেন, ‘সেরিব্রোস্পাইনাল তরল ক্ষরণ হওয়ায় ক্ষতস্থানে ঘা শুকিয়ে যাওয়ার শঙ্কা রয়েছে এখন। রোগীকে সম্পূর্ণ বিশ্রামে রাখা হয়েছে। হাঁটাচলা করতে নিষেধ করা হয়েছে। যদিও এ মুহূর্তে তিনি অল্প পরিসরে হাঁটাচলা করছেন।’

তবে অভিনেতা কবে হাসপাতাল ছাড়তে পারবেন, এ বিষয়ে নিশ্চিত কিছু জানাতে পারেনি বিশেষজ্ঞরা।

উল্লেখ্য, বুধবার (১৫ জানুয়ারি) নিজ বাড়িতেই গভীর রাতে আক্রমণের ‍শিকার হন অভিনেতা সাইফ আলি খান। এসময় একাধিকবার সাইফকে ছুরি দিয়ে আঘাত করা হয়। হামলার শিকার সাইফকে দ্রুত ভর্তি করা হয় লীলাবতী হাসপাতালে। সেখানে সফল অস্ত্রোপচারের পর শঙ্কামুক্ত সাইফকে প্রথমে আইসিইউতে রাখা হয়।

বাস্তবে আমি একদমই ঝগড়াটে নই: হিমি

এরপর শারীরিক অবস্থার উন্নতি হলে তাকে আইসিইউ থেকে জেনারেল বেডে স্থানান্তর করা হয়। তবে শারীরিক অবস্থার উন্নতি হলেও মেরুদণ্ডের আঘাতপ্রাপ্ত স্থানে ক্ষত হওয়ার শঙ্কা রয়েছে। এ মুহূর্তে তাই লীলাবতী হাসপাতালেই চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন অভিনেতা।