জুটি বেঁধে বড় পর্দায় ফিরছেন বলিউডের জনপ্রিয় দুই তারকা অক্ষয় কুমার ও সাইফ আলি খান। এক সময়ের ‘খিলাড়ি–আনাড়ি’ এই জুটি প্রায় ১৭ বছর পর একসঙ্গে হচ্ছেন পরিচালক প্রিয়দর্শনের নতুন সিনেমায়। তার সিনেমা মানেই থাকে হাস্যরস আর বিনোদনের চমক। তাই স্বাভাবিকভাবে দর্শকের উচ্ছ্বাসও বেশ।
সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন অক্ষয় কুমার। সেখানে দেখা যায়, সাইফ ও প্রিয়দর্শন আড্ডায় ব্যস্ত, আর অক্ষয়ের হাতে নতুন ছবির ক্ল্যাপবোর্ড। মজার বিষয় হলো, অক্ষয়ের টি-শার্টে থাকা “সেইন্ট” লেখা হুবহু মিলে গেছে ক্ল্যাপবোর্ডের রঙের সঙ্গে।
মজার ছলে প্রিয়দর্শন বলেন, ‘সাইফের এটা পরা উচিত আর অক্ষয়ের ক্ল্যাপবোর্ড ধরা উচিত।’ উত্তরে অক্ষয় মজা করে বলেন, ‘তুমি জানো না, ও কিন্তু শয়তান!’ সঙ্গে সঙ্গেই সাইফের জবাব, ‘ভেতরে।’
দুজনের খুনসুটিতে হাসিতে ফেটে পড়েন প্রিয়দর্শনও। শেষে তিনি বলেন, ‘যাই হোক, আমি দুটো শয়তানের সঙ্গে কাজ করছি।’
অক্ষয় পোস্টের ক্যাপশনে লিখেছেন, ‘১৮ বছর পর সাইফের সঙ্গে কাজ করতে পেরে দারুণ লাগছে। আসুন, এবার একসঙ্গে শয়তানি শুরু করি!’
২০০৮ সালের পর আবার অক্ষয়-সাইফ জুটি ফিরছে বড়পর্দায়। সঙ্গে প্রিয়দর্শনের জাদু; দর্শকদের কাছে এটি নিঃসন্দেহে বড় চমক।
জানা গেছে, ছবিটি ২০১৬ সালে মোহনলাল অভিনীত মালয়ালাম হিট সিনেমা ‘ওপ্পাম’-এর হিন্দি রিমেক হতে চলেছে। এর ঘোষণা হয়েছিল জুলাই মাসে লন্ডনের লর্ডস ক্রিকেট স্টেডিয়ামে ভারত বনাম ইংল্যান্ড টেস্ট ম্যাচ চলাকালীন, যখন সাইফ ও অক্ষয়ের একটি ছবি শেয়ার করেছিলেন প্রিয়দর্শন। যদিও ছবির নাম বা কাহিনি নিয়ে এখনই কিছু প্রকাশ্যে আসেনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।