সাইফ আলী খান নিজের যে গোপন খবর জানালেন

সাইফ আলী খান

বলিউড অভিনেতা সাইফ আলী খান। ক্যারিয়ার শুরু করেছিলেন রোম্যান্টিক কমেডি ছবির নায়ক হিসেবে। তারপরে বহু চরিত্রে অভিনয় করে ভক্ত-অনুরাগীদের মনে জায়গা করে নিয়েছেন এ অভিনেতা।

সাইফ আলী খান

তবে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে দূরে থাকতে পছন্দ করেন তিনি। এমনটাই সকলে জানেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের নিজের সম্পর্কে গোপন তথ্য ফাঁস করলেন সাইফ আলী খান।

তিনি বলেন, ‘আমার ইনস্টাগ্রাম অ্যাপ এবং একটা গোপন অ্যাকাউন্ট রয়েছে। আমি মাঝে মাঝেই তাতে ব্রাউজ করি, তবে এটা যে আমি ভীষণ উপভোগ করি, তা একদমই নয়। যখনই আমি এটায় কিছুক্ষণের জন্য ব্রাউজ করি, তখনই ভেবেছি, ধুর এটা ডিলিট করে দেব। তবে নাহ, অ্যাকাউন্টটি রয়েই গিয়েছে।’

কখনও কি ইনস্টাগ্রামে একটি পাবলিক অ্যাকাউন্ট খুলবেন কিনা এমন প্রশ্নের জবাবে এ অভিনেতা বলেন, ‘কখনোই খুলব না, সেটা তো বলতে পারি না। হয়ত খুলতেও পারি, আবার নাও পারি।’

তিনি বলেন, ‘আমি ছবি তুলতে পছন্দ করি, আমি মাঝে মাঝেই অনেক জিনিস রেকর্ড করে রাখতে পছন্দ করি। তাই, যদি এটা শুধুই শেয়ার করার প্রশ্ন হয়, তাহলে ভেবে দেখতে পারি। তবে এর অর্থ এই নয় যে খুব শীঘ্রই অ্যাকাউন্ট খুলছি, এইরকম কিছুই নয়।’

সাইফ আলী জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমের ভালো-খারাপ দুই দিকই আছে। লোকজন বিনোদন পেতে চাইলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহার করতে পারে। আবার অনেক বিষয়ই বিরক্তিকর। যেমন পাপারাজ্জিরা নানান কিছু পোস্ট করেন। তাতে লোকজন কমেন্টে উদ্বেগ প্রকাশ করেন। কখনও আবার অল্প ভিডিও দেখেই সেই ব্যক্তি ভালো নাকি খারাপ বিচার করতে শুরু করেন।

মেয়র আতিকুলের খোঁজে ডিএনসিসি ভবন ঘেরাও

উল্লেখ্য, সাইফ ও কারিনার সংসারে রয়েছে দুইটি পুত্র সন্তান। একজনের নাম তৈমুর, অন্যজনের নাম জেহ্। এছাড়া সাইফের প্রথম সংসারেও রয়েছে একটি কন্যা ও একটি পুত্র সন্তান। সবাইকে নিয়ে বর্তমানে সুখী সংসার এই দম্পতির।