বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : গত বছর জাতীয় সাইবার নিরাপত্তা সূচকে ভারতকে টপকে ৩৮তম স্থানে উঠে এসেছিল বাংলাদেশ। এবার ইসরাইলকে পেছনে ফেলে দিলো বাংলাদেশ। আর তা করতে গিয়ে ছয় ধাপ এগিয়েছে বাংলাদেশ। সেই হিসেবে বৈশ্বিক প্রেক্ষাপটে জাতীয় সাইবার সুরক্ষা সূচকে বাংলাদেশের অবস্থান এখন ৩২তমে।
আর ইসরাইল ৩৩তমে। অন্যদিকে গত বছর ৩৯ নম্বরে থাকা ভারত পিছিয়েছে আরো পাঁচ ধাপ। ফলে দেশটি এখন আছে ৪৪তম স্থানে।
তালিকায় স্থান পাওয়া দেশগুলোর মৌলিক সাইবার হামলা প্রতিরোধে প্রস্তুতি এবং সাইবার ঘটনা, অপরাধ ও বড় ধরনের সংকট ব্যবস্থাপনায় তৎপরতা মূল্যায়ন করে জাতীয় সাইবার নিরাপত্তা সূচক (এনসিএসআই) তৈরি করে ই-গভর্নেন্স একাডেমি। অলাভজনক সংস্থাটি এস্তোনিয়ার সরকার, ওপেন সোসাইটি ইনস্টিটিউট এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির যৌথ প্রয়াস।
শুধুমাত্র দু-বেলা ভাতের বিনিময়ে পড়াতে চাওয়ার ব্যাপারে যা বললেন আলমগীর
এনসিএসআই সূচকে ৬৭ দশমিক ৫৩ পয়েন্ট পেয়ে ১৬০টি দেশের মধ্যে বাংলাদেশ ৩২ নম্বরে রয়েছে।
এনসিএসআই সূচকে ৯৬ দশমিক ১০ পয়েন্ট নিয়ে গত বছরের মতো এবারও প্রথম স্থান ধরে রেখেছে গ্রিস। শীর্ষে পাঁচের অন্য দেশগুলো হলো যথাক্রমে লিথুনিয়া, বেলজিয়াম, চেক রিপাবলিক এবং এস্তোনিয়া।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।