জুমবাংলা ডেস্ক : মানবতাবিরোধী অপরাধে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসেন সাঈদীর ছেলের সঙ্গে বৈঠককারী লোহাগাড়ার প্রতারক রকি বড়ুয়াকে বিদেশী পিস্তলসহ গ্রেপ্তার করেছে র্যাব-৭। একই অভিযানে তার আরো চার সহযোগীকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার ভোরে পাঁচলাইশ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেন র্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল মশিউর রহমান জুয়েল।
তিনি বলেন,‘প্রতারক রকি র্যাবের উপস্থিতি টের পেয়ে গ্রেপ্তারএড়াতে নগরীর পাঁচলাইশ এলাকার একটি ভবনের তিনতলার ছাদ থেকে লাফ দিয়ে পালানোর চেষ্টা করে। ছাদ থেকে পড়ে সে পায়ে আঘাত পায়। তাকে গ্রেপ্তার করে এরপর চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।’
র্যাবের অধিনায়ক বলেন, ‘রকির কাছ থেকে বিদেশী পিস্তল, মদ উদ্ধার করা হয়। এ ছাড়া তার দেওয়া তথ্যানুযায়ী লালখান বাজারের বাড়ি থেকে এক নারীও চার সহযোগীকেও গ্রেপ্তার করা হয়। সেখানে তল্লাশি চালিয়ে ২৫ লাখ টাকার এফডিআর, মানুষকে প্রতারণা করার অসংখ্য দলিল পাওয়া যায়।’
গ্রেপ্তার রকি ভান্তের বেশ ধরে গেরুয়া রঙের কাপড় পরে যে প্রতারণা করে সেই কাপড় এবং সাঈদীর মুক্তি নিয়ে বৈঠকের ছবি, বিভিন্ন গুরুত্বপূর্ণ ডকুমেন্টসও উদ্ধার করা হয়। আমরা এসব বিষয়ে আরো কাজ করছি।
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকারি ছুটির মধ্যেই গত ১ এপ্রিল রকি বড়ুয়া যুদ্ধাপরাধের দায়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা সাঈদীর মুক্তির জন্য তার ছেলে মাসুদ সাঈদীসহ জামায়াত নেতাদের সঙ্গে বৈঠক করেন। সেই ছবি ফেইসবুকেও পোস্ট করা হয়। এরপর এ বিষয়ে কয়েকটি অনলাইন পোর্টালে সংবাদ প্রকশিত হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



