বাংলাদেশ দলের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানকে এক বছরের জন্য নিষিদ্ধ করেছে আইসিসি। মূলত ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েও আইসিসিকে না জানানোর কারণে সাকিবকে নিষিদ্ধ করা হয়।
সাকিবের নিষেধাজ্ঞা ইস্যুতে অবাক হয়েছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকে। যিনি কিনা ফিক্সিংয়ে জড়িয়ে সব ধরণের ক্রিকেট থেকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ ছিলেন। সেই সঙ্গে সাকিবকে পরামর্শ দিয়েছেন তিনি।
সাকিবের নিষেধাজ্ঞা ইস্যুতে আশরাফুল বলেন, ‘যদিও আমাদের দুজনের অভিযোগ ভিন্ন, কিন্তু আমি অবাক হয়েছি যে সে আমার ঘটনা থেকে কেন শিক্ষা নিল না। এটা সত্যি অবাক করার মত যে সাকিবের মাপের একজন অভিজ্ঞ ক্রিকেটার এই ঘটনা কর্তৃপক্ষকে জানাল না।’
পরামর্শ দিয়ে আশরাফুল বলেন, ‘সাকিবের নিষেধাজ্ঞা কার্যত এক বছরের জন্য। তার মানসিকভাবে শক্ত থাকতে হবে, পাশাপাশি চোটমুক্ত থাকাটাও গুরুত্বপূর্ণ। সে বাংলাদেশ ক্রিকেটের সেরা খেলোয়াড় তার ফেরাটা খুব একটা সমস্যা হবেনা।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


