মিস আর্থ ২০২০ মেঘনা আলম ফেসবুক পোস্টে জানিয়েছেন, গোয়েন্দা পুলিশের (ডিবি) জিজ্ঞাসাবাদে তাদের মন্তব্য শুনে তিনি অবাক হয়েছেন যে, “বাংলাদেশকে বিশ্বে একমাত্র সাকিব আল হাসান ব্র্যান্ড করছেন।”
মেঘনা আলম লিখেছেন, দুই দিনের জিজ্ঞাসাবাদে ডিবি তাকে প্রশ্ন করেছিল মিস বাংলাদেশ অর্গানাইজেশন কী কাজ করে এবং কেন সরকারি সংস্থা, ডিপ্লোম্যাটিক প্ল্যাটফর্ম ও এম্বাসিগুলোর সঙ্গে যোগাযোগ রাখে।
তিনি ব্যাখ্যা দিয়েছেন, “৮ বছর বয়স থেকে বহুসাংস্কৃতিক পরিবেশে কাজ এবং বিদেশ ভ্রমণের অভিজ্ঞতায় বুঝেছি, বিশ্ববাসী বাংলাদেশকে চিনে না বা শুধু দারিদ্র্য, বন্যা, ধর্মীয় সন্ত্রাসবাদ, পিছিয়ে পড়া দেশ হিসেবে দেখে। আমাদের সংস্কৃতি, ফ্যাশন, গ্ল্যামার, সৌন্দর্য, খাদ্য, সম্প্রীতি ও মানুষদের বহুভাষিকতা ও উদ্যোক্তা মান তুলে ধরাই আমার কাজ। আমি ‘Alter-diplomacy’ নামে SDG-সমন্বিত নারী নেতৃত্বের প্ল্যাটফর্ম চালাই।”
মেঘনা জানিয়েছেন, ডিবি মন্তব্য করেছিল, “এ সব অর্থহীন, কারণ একমাত্র সাকিব আল হাসান বিশ্বে বাংলাদেশকে ব্র্যান্ডিং করছে। পুরো দুনিয়া ওকে চেনে, এটাই যথেষ্ট।”
মেঘনার প্রতিক্রিয়া ছিল, “আমেরিকাকে বলা হবে ‘তোমাদের সিলিকন ভ্যালির দরকার নেই, তোমাদের বিয়ন্সে আছে’, ফ্রান্সকে বলা হবে ‘তোমাদের ডিপ্লোমেসি লাগবে না, এমবাপ্পে তো আছেই’—এটা কেমন শোনাবে?”
সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।