স্পোর্টস ডেস্ক: আইসিসির প্লেয়ার অফ দ্য মান্থ নির্বাচিত হলেন সাকিব আল হাসান। বাংলাদেশ সেরা এ অলরাউন্ডার জুলাই মাসে ব্যাটে বলে নান্দনিক পারফরম্যান্স করে এই সুখবর পেলেন।
চলতি বছর থেকেই আইসিসি শুরু করে প্লেয়ার অফ দ্য মান্থ পুরস্কার। বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এই সম্মাননা পেলেন সাকিব।
এর আগে জাতীয় দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম এই সম্মানে সম্মানিত হন।
সাকিব আল হাসান অস্ট্রেলিয়ান রাউন্ডার মিচেল মার্শ ও ক্যারিবিয়ান রিস্ট স্পিনার হেডেন ওয়ালস জুনিয়কে টপকে এই সম্মানে ভূষিত হন।
নারী ক্রিকেটারদের মধ্যে জুলাই মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক স্টেফানি টেলর।
জুলাই মাসে সাকিব জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্টে ৫ উইকেট শিকার করেন। আর ওয়ানডে সিরিজে শিকার করেন সবচেয়ে বেশি ৮ উইকেট। প্রথম ওয়ানডেতে ৫ উইকেট নেন। ব্যাট হাতে খেলেন ৯৬ রানের অপরাজিত ইনিংস।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



